নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের মূলে রয়েছে ‘ডেল্টা’ প্রজাতি বা বি.১.৬১৭.২। এমনই দাবি জিনোমিক কনসর্টিয়া এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের। সমীক্ষায় জিনোম সিকোয়েন্সিং করা হয়েছিল প্রায় ২৯ হাজার নমুনার। তার মধ্যে ১ হাজারেরও বেশি ছিল ডেল্টা প্রজাতি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) ভারতের এই নতুন প্রজাতির নাম রেখেছে ‘ডেল্টা’। সমীক্ষা বলছে, এই ‘ডেল্টা’ প্রজাতির কারণেই ভারতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ব্রিটেনের আলফা প্রজাতির থেকে ভারতে পাওয়া ডেল্টা প্রজাতি ৫০ শতাংশ বেশি সংক্রামক বলে জানানো হয়েছে সমীক্ষায়। দেশে নতুন এই প্রজাতির খোঁজ মেলে গত বছর অক্টোবরে।
আরও পড়ুনঃ কেন্দ্রের পাল্টা রাজ্য! এবার ভ্যাকসিন সার্টিফিকেটে থাকবে মুখ্যমন্ত্রী মমতার ছবি
দেখা গেছে যে, ভ্যাকসিন নেওয়ার পরও ডেল্টা প্রজাতিতে সংক্রমিত হয়েছেন অনেক ব্যক্তিই সেই তুলনায় আলফা প্রজাতিতে সংক্রমিত ব্যক্তি নেই বললেই চলে। তবে এই প্রজাতির কারণেই যে বেশি মৃত্যু হচ্ছে বা সংক্রমিতদের পরিস্থিতি খারাপ হচ্ছে, এমন কোনও তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে মধ্যপ্রদেশে ইস্তফা ৩০০০ ডাক্তারের
গোটা দেশেই বিস্তর প্রভাব ফেলেছে এই ‘মারাত্মক সংক্রামক’ ডেল্টা প্রজাতি। যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মহারাষ্ট্র, ওড়িশা, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, গুজরাট এবং তেলঙ্গানায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584