নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
হাইকোর্টের নির্দেশে রাজি না হয়ে একযোগে ইস্তফা দিলেন মধ্যপ্রদেশের ৩০০০ জুনিয়র ডাক্তার। তারা স্পষ্ট জানিয়েছেন, তাদের দাবি মানা না হলে কাজে যোগদান করবেন না তারা।
প্রসঙ্গত, একাধিক দাবি তুলে আন্দোলনে নামেন মধ্যপ্রদেশের ৩০০০ জুনিয়র ডাক্তার। তাদের এই আন্দোলন বন্ধ করে কাজে ফেরাতে জবলপুর হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলাতে হাইকোর্ট জানায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাজে ফিরতে হবে ডাক্তারদের। হাইকোর্ট আরও জানায় চিকিৎসকদের এই আন্দোলন সম্পূর্ন অসাংবিধানিক। তারপরই মধ্যপ্রদেশের ৬ মেডিক্যাল কলেজের ৩০০০ জুনিয়র ডাক্তার একযোগে ইস্তফা দেন। তাদের এই পদক্ষেপে চাপে পড়ল সরকার।
আরও পড়ুনঃ ‘সরকারের সমালোচনা মানে দেশদ্রোহ নয়’ সাংবাদিকের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টে
জুনিয়র ডাক্তারদের করা দাবিগুলো হল, করোনা চিকিৎসার সাথে যুক্ত জুনিয়র ডাক্তারদের জন্য হাসপাতালে বেড সংরক্ষিত রাখতে হবে। তাদের পরিবারেরও চিকিৎসার ব্যবস্থা বিনামূল্যে করতে হবে। চিকিৎসকরা করোনায় আক্রান্ত হলে তড়িঘড়ি তাদের চিকিৎসার সুবিধা দিতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584