সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
পুজোর প্রসাদ খেয়ে খাদ্যের বিষক্রিয়া মৃত্যু হল মা ও ছেলের, একই ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের আরও তিন সদস্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানা এলাকার ভগবতীপুর গ্রামে।
জানা যায় গতকাল বাড়িতে লক্ষ্মীপুজো ছিল এরপরেই বাড়ির লোকজন পুজোর প্রসাদ খায় প্রসাদ খাওয়ার পরে অসুস্থ হয়ে পরে বিশ্বনাথ কয়াল (৪৮) তার স্ত্রী মঙ্গলা কয়াল(৩৮) ও তিনপুত্র
নবদ্বীপ কয়াল (২২), সুদীপ কয়াল (২৪), সোমনাথ কয়াল (১৮)।
তাদেরকে অসুস্থ অবস্থায় মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে এই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিশ্বনাথ কোয়েলের ছেলে নবদ্বীপ কোয়েলের।
আরও পড়ুনঃ রাসায়নিক রং ব্যবহারের অভিযোগ
এরপরেই বাকিদের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা আজকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতাল মৃত্যু হয় মা মঙ্গলা কোয়েলের।বাকিরা সেখনে চিকিৎসাধীন।
বিশ্বনাথ কোয়েলের পরিবারের দাবি, বেশ কিছুদিন আগে বিশ্বনাথের ভাই রঞ্জিত কোয়েলের পরিবারের পারিবারিক বিবাদ বাধে। অনেকের সন্দেহ রাগ চরিতার্থ করতেই প্রসাদে বিষ মেশানো হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।তারা হল রঞ্জিত কয়াল ও তনয়া কয়াল এবং গোপাল কয়ালকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584