নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
একই পরিবারে দুমাসের মধ্যে দুজন নিখোঁজ হওয়ায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বীট হাউস থানার আশুরআলি গ্রামে।
পরিবারসূত্রে জানা গিয়েছে, গত ১৭ অগষ্ট দুপুর বেলা আশুরআলি গ্রামের বছর তিরিশের কার্তিক রুইদাস অন্যান্য দিনের মতো ভ্যান নিয়ে কোলাঘাট স্টেশনের দিকে কাজের জন্য বেরোয়। এরপর আর বাড়ি ফেরেনি সে। এই ঘটনায় কোলাঘাট বীট হাউস থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও কোন খবর পায়নি। ঘটনা ঘটার ঠিক দুমাসের মাথায় গত ১৬ অক্টোবর পরিবারে খবর আসে হাওড়া জেলার দেউলটিতে দেখা গেছে নিখোঁজ কার্তিক কে। এই ঘটনা জানার পর কার্তিকের মা বছর পঞ্চাশের দুর্গা রুইদাস ছেলের খোঁজে দেউলটি বেরোয়। তবে সেই থেকে আর ফেরেননি দুর্গা দেবীও।
তাঁরা অত্যন্ত দরিদ্র পরিবারের মানুষজন। বর্তমানে কার্তিকের বাবা শিবু রুইদাস ও বোন নয়নমনি রুইদাস রয়েছেন। তাঁরা এতটাই দরিদ্র যে বাড়ি একপ্রকার ভগ্নপ্রায়।
আরও পড়ুনঃ নিখোঁজ কলেজছাত্রী পচাগলা দেহ উদ্ধার, খুনের অভিযোগ হবু স্বামীর বিরুদ্ধে
বাবা শিবু রুইদাস ক্যান্সারে আক্রান্ত। এ দিকে বাড়ির দুজন উপার্জনকারীই এখন নিখোঁজ। রোগে আক্রান্তের কারণে শিবু বাবুর কর্মক্ষমতা নেই। সম্প্রতি অর্থনৈতিক ভাবে এতটাই দুর্বল যে ইলেট্রিকের লাইন কেটে দিয়েছে টাকা না দিতে পারায়।
সব মিলিয়ে দিশেহারা রুইদাস পরিবার। কার্তিকের বোন নয়নমনি রুইদাস জানান, এই মুহূর্তে সম্পূর্ণ দিশেহারা। খোঁজ করতে গিয়ে মা নিখোঁজ হওয়ায় মা ও দাদার খোঁজ নিতে বাইরে যেতেও ভয় হয়।
সব মিলিয়ে কি করবে খুঁজে পাচ্ছেন না। পুলিশ সূত্রের খবর, অভিযোগ পেয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তে বাড়িতে দুঃশ্চিন্তার অন্ধকার নেমেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584