পারিবারিক অশান্তির জেরে ছেলের গলায় ফাঁস দিয়ে নিজে আত্মঘাতী মা

0
118

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

পারিবারিক অশান্তির জেরে মা, তার আড়াই বছরের ছেলেকে মেরে নিজে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জে।

mother and son suicide for family conflict | newsfront.co
ঝুলন্ত মা ও ছেলে। নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের উলুপাড়া এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম সাবিত্রী দাস রাজবংশী (২৩) ও ছেলের নাম বিক্রম রাজবংশী (আড়াই বছর)। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে।

mother and son suicide for family conflict | newsfront.co
ভবো রাজবংশী, মৃতার স্বামী। নিজস্ব চিত্র

পরিবারসূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের উলুপাড়া এলাকার বাসিন্দা ভবো রাজবংশীর সাথে দূর্গাপুর এলাকার বাসিন্দা সাবিত্রীর তিন বছর আগে বিয়ে হয়। কিছুকাল পর সাবিত্রী একটি ছেলেকে জন্ম দেন। বিয়ের পর থেকে স্ত্রী সাবিত্রী মানসিক সমস্যাগ্রস্ত হয়ে পড়েছিলেন। ছয় মাস আগে ভবো তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য বহরমপুরেও নিয়ে গিয়েছিলেন।

local person | newsfront.co
মহম্মদ কুরবান আলি, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

ভবো আজ সকালে তার ভাইয়ের সাথে দেখা করতে বাজারে যায়। এর মধ্যে শ্বাশুড়ি ও বৌমার ঝামেলা হওয়ায় বৌমা তার শ্বাশুড়িকে মারধর করে বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ ভারতীয় মৎস্যজীবীদের উপর গুলি চালানোর অভিযোগ বাংলাদেশী নৌবাহিনীর

ভবো বাড়িতে ফিরে এসে দেখেন তার মা’কে সাবিত্রী মারধর করেছে। কেন মা’কে মারধর করা হল তা নিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করতে গেলে তাদের মধ্যে সাামান্য গন্ডগোল হয়। গন্ডগোল হওয়ায় ভবো বাড়ির থেকে বেরিয়ে কিছুক্ষণ পর এসে দেখেন ঘরের দরজা বন্ধ।

এরপর দরজা ভেঙে স্ত্রী ও ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখেন তিনি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত্যুর খবর জানাজানি হতেই আশপাশ থেকে ছুটে আসে বহু মানুষ।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার পুলিশ। মা ও ছেলের মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে। তবে কী কারণে মা তার ছেলেকে গলায় ফাঁস দিয়ে নিজেও আত্মঘাতী হল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here