‘দিদিকে বলো’তে ফোন করে বাস্তু ভিটে ফিরে পেল দুশো পরিবার

0
38

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

‘দিদিকে বলো’ কর্মসূচিতে ফোন করে হলো মিরাকেল। এই কর্মসূচির দৌলতে প্রায় ২০০টি পরিবার ফিরে পেতে চলেছে নিজের বাস্তু ভিটে।

mother land back after call ask to didi | newsfront.co
নিজস্ব চিত্র

৩০ বছর আগে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে অধিক বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রজেক্ট বাড়াতে বাধ্য হয় সরকার। পাওয়ার প্ল্যান্টের কাজের জন্য একাধিক জমি অধিগ্রহণ করেছিল সরকার। তার বিনিময়ে কোলাঘাট পাওয়ার প্লান্ট ওই ২০০ টি পরিবারকে একটি কলোনি করে দিয়েছিল বসবাসের জন্য।

panchayat president | newsfront.co
স্থানীয় পঞ্চায়েত প্রধান। নিজস্ব চিত্র
local person | newsfront.co
আনন্দ সামন্ত, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মুর্শিদাবাদের কিরীটেশ্বরী মন্দিরের অতিথি আবাস-শৌচাগার উদ্বোধন নিয়ে আশাবাদী দর্শনার্থীরা

বসবাসের সুরাহা হয়ে গেলেও জমির পাট্টা না থাকায় সরকারি কোনও সুযোগ সুবিধা পেত না তারা। ফলে একাধারে সরকারি প্রকল্প থেকে যেমন বঞ্চিত হয়েছিল তারা, তেমনই ইন্দিরা আবাস যোজনার সুযোগগুলিও পায়নি। এবারে সরকারি উদ্যোগে ওই ২০০ টি পরিবারের হাতে পাট্টা তুলে দেওয়ার কর্মসূচিতে অনেকটাই খুশি এলাকার বাসিন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here