নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
উত্তরের অন্যতম পরিচিত জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া মাদারিহাটের খয়েরবাড়ি পুর্নবাসন কেন্দ্রটিতে নজিরবিহীন ঘটনার সাক্ষি হয়ে থাকল বুধবার। বছরের শুরুতেই শীতের মরশুমে প্রথমবার একসঙ্গে তিনটে ফুটফুটে লেপার্ড শাবক প্রসব করে একটি খাঁচা বন্দী মা লেপার্ড।

উল্লেখ্য, প্রায় ১ বছর আগে বছর চারেকের চিতাবাঘটিকে শিলিগুড়ি লাগোয়া বাগডোগরা থেকে উদ্ধার করেছিল বনদফতর। কিছুদিনের চিতাবাঘটিকে নিয়ে আসা হয়েছিল বেঙ্গল সাফারি পার্কে। এরপর সেখান থেকে চিতাবাঘ ম্যানেজমেন্টের অন্যতম দক্ষিন খয়েরবাড়িতে নিয়ে আসা হয় বাঘটিকে।
আরও পড়ুনঃ ঘোষপুকুরে স্ত্রীর ধাক্কায় মৃত্যু স্বামীর, ধৃত অভিযুক্ত
তারপর থেকে সেখানেই রয়েছে লেপার্ডটি। ইতিমধ্যেই সন্তান সম্ভবা হয়ে পড়েছিল লেপার্ডটি। বুধবার সকাল থেকে খয়েরবাড়িতে ছিল বনকর্মীদের তৎপরতা। কিছু উদ্বেগও ছিল। এদিন দুপুরে পর পর তিনটি শাবকের জন্ম দেয়। প্রাথমিকভাবে বনদফতরের তরফে জানা গেছে, তিনটি শাবক চিতাই আপাতত সুস্থ রয়েছে। চিকিৎসকরা টানা নজর রেখেছেন তিনটি শাবকের দিকেই।
জলদাপাড়া বন বিভাগের ডিএফ ও কুমার বিমল বলেন,” লেপার্ড ম্যানেজমেন্ট সফল ভাবে হয়েছে গত দু’ দশক ধরে । এবার আমরা এক সঙ্গে তিনটি লেপার্ড শাবক পেলাম ।” তবে লেপার্ডের বাচ্চা প্রসবের নতুন নজির তৈরি হলো খয়েরবাড়িতে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584