নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের প্রত্যন্ত এলাকা খরিয়া বস্তিতে দাঁতালের হামলায় ঘর থেকে শিশুকে নিয়ে পালিয়ে বাঁচল মা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের বনের ভিতরে হাতে গোনা কয়েকটি আদিবাসী পরিবারের বসবাস। সেই নিয়েই তৈরি খরিয়া বনবস্তি ।
এক কথায় বিছিন্ন একটি এলাকা চারিদিকে জঙ্গল ও নদী ঘিরে রেখেছে ওই বস্তিকে। বৃহস্পতিবার রাতভর ওই প্রত্যন্ত এলাকায় দুটি দাঁতাল দাপিয়ে বেড়ায়। ঘটনায় রাজু খরিয়ার একটি বাড়িতে হামলা চালায় দাঁতাল দুটি। ঘর তছনছ করে, খাবার খেয়ে ভেঙ্গে ফেলে ঘরটি।
তাঁর পাশের ঘরে ছিল তাঁর স্ত্রী মালতি খরিয়া ও তাঁদের শিশু। সেই সময় প্রাণের ভয়ে বাড়ি থেকে সবাই পালিয়ে গেলেও মালতিদেবী তাঁর দুই বছরের শিশুকে নিয়ে যেতে পারেনি বেশ কয়েক ঘন্টা আটকে থাকে দুজনই তারপর দাঁতাল দুইটি একটু এলাকা সরতেই ঘরে থেকে পালিয়ে বাঁচেন মা ও শিশু । ফের কিছুক্ষণ পরেই ওই বাড়িতে হামলা চালায় দাঁতাল দুইটি।
আরও পড়ুনঃ সিডিউল মাফিক হচ্ছেনা রাস্তার কাজ প্রতিবাদ গ্রামবাসীদের
এদিন মিনতি টুটু বলেন, পাশের বনের ভিতরে ছিল দুটি দাঁতাল, আচমকা বাড়িতে এসে হামলা চালায়, খাবার খেয়ে নেয়, পাশের ঘরে আমার শিশু ঘুমোচ্ছিল তাঁকে নিয়ে কোন ভাবে প্রাণে বেঁচেছি। বর্তমানে ঘর বানানোর মত টাকা নেই কোথায় থাকব কি খাবো বুঝতে পারছি না ।
এই বিষয়ে বনদফতর তরফে জানানো হয়েছে, বনবস্তিতে দাঁতালের হামলায় ভাঙ্গা ঘরটি পরিদর্শন করা হয়েছে ক্ষতিপূরণ বিষয়ে উর্ধ্বত্বন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584