চারদিনের সদ্যোজাতকে কোলে নিয়ে পরীক্ষা দিল প্রসূতি

0
75

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

Mother taking a little baby doing exam
পরীক্ষা দিচ্ছে মাঝকুড়া বেগম।নিজস্ব চিত্র

চার দিনের সদ্যজাত পুত্র সন্তানকে কোলে বেসরকারি নার্সিংহোমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল এক পরীক্ষার্থী। মঙ্গলবার জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে ওই পরীক্ষার্থীর সমস্ত রকমের ব্যবস্থা করা হয়।একজন শিক্ষিকার উপস্থিতিতে বেডে শুয়ে পরীক্ষা দেয়।অস্ত্রপচার করে গত শুক্রবার রাতে একটি পুত্র সন্তানের জন্ম দেয়।প্রসূতি পরীক্ষার্থীর নাম মাঝকুড়া বেগম(২০)।

২০১৭ সালে গাজোলের ২১মাইল রাতুল এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ি আব্দুল মামুদের সঙ্গে বিয়ে হয়। বাবার বাড়ি গাজোলের সাহাজাতপুর খেজুরতলা এলাকায়।মাঝকুড়া বেগম স্থানীয় রামচন্দ্র হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। অন্তঃসত্ত্বা অবস্থায় প্রথমদিকের পরীক্ষাগুলি দেয় স্থানীয় তারিকুল্লা হাইস্কুলে।

আরও পড়ুনঃ সন্তান ভূমিষ্ট হওয়ার পরেই পরীক্ষায় বসলেন সদ্য প্রসূতি

গত শুক্রবার রাতে তার প্রসবযন্ত্রণা উঠলে পরিবারের লোকেরা তাকে মালদা শহরের একটি বেসরকারী নার্সিংহোমে ভর্তি করে। এদিনি অস্ত্রপচারের সাহায্য একটি পুত্র সন্তানের জন্মদেয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।শুক্রবার তাই শিক্ষাদপ্তরের পক্ষ থেকে ওই নার্সিংহোমে পরীক্ষার ব্যবস্থা করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here