নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
পারিবারিক অশান্তির জেরে বছর দেড়েকের কন্যা সন্তানকে পুকুরের জলে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠলো মায়ের বিরুদ্ধে।
ঘটনাটি বাঁকুড়ার তালডাংরা থানা এলাকার যফলা গ্রামের। অভিযুক্ত মা অনিমা মাকুড়ের স্বামী ভরত মাকুড়ের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
কয়েক বছর আগে যফলা গ্রামের ভরত মাকুড়ের সঙ্গে অনিমা মাকুড়ের বিয়ে হয়। বর্তমানে তাদের বছর তিনেকের একটি কন্যা সন্তান রয়েছে।
অভিযোগ, সোমবার গভীর রাতে অভিযুক্ত অনিমা মাকুড় তার ছোট মেয়ে বছর দেড়েকের বৃষ্টি মাকুড়কে বাড়ির সামনের পুকুরে ছুঁড়ে ফেলে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযুক্তের স্বামী ভরত মাকুড় মঙ্গলবার তার স্ত্রীর নামে তালডাংরা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে। পুলিশের পক্ষ থেকে এদিন ধৃতকে খাতড়া মহকুমা আদালতে তোলা হচ্ছে।
আরও পড়ুনঃ ছেলেধরা সন্দেহে ধৃতকে জনরোষ থেকে রক্ষা স্থানীয় যুবকদের
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে। তবে এর পিছনে অন্য কোন কারন রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584