নিজস্ব সংবাদদাতা,শক্তিপুরঃমুর্শিদাবাদ জেলার শক্তিপুর হাসপাতালের সভা কক্ষে হোয়াইট রিবন অ্যালাইন্স এর সহযোগিতায় চাইল্ড ইন নীড ইনষ্টিটিউট সিনি জাতীয় সুরক্ষিত মাতৃত্ব দিবস পালন করার লক্ষ্যে সভা করে। উক্ত দিবস সর্ম্পকে সচেনতা বৃদ্ধি করতেএই বছরের বিষয় ভাবনা হল সম্মানের সাথে উন্নত মান , সমতা যুক্ত মাতৃ স্বাস্থ্যের লক্ষ্যে মহিলাদের দাবি ও চাহিদা গুলিকে সবার সামনে তুলে ধরা। মায়েরা যেন সঠিক গুরুত্ব ভালোবাসা ও আনন্দের সাথে একটি নতুন প্রান পৃথিবী কে উপহার দিতে পারে। মা তোমার জন্য, ক্যাম্পেন এ পৃথিবীতে মায়েদের কাছে বার্তা পৌছে দেওয়া। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজ (হু)র সমীক্ষা অনুযায়ী শুধুমাত্র শিশুর জন্ম দিতে গিয়ে প্রতি বছর আমাদের দেশে ৪৫০০০ (গড়ে রোজ প্রায় ১২৪জন) মা হারিয়ে যান। সরকারি তথ্য অনুযায়ী ভারতে শিশুর জন্ম দিতে গিয়ে এক লক্ষ মায়ের ভেতর ১৬৭ জন মা মারা যান।
মুর্শিদাবাদ জেলায়স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় গত এক বছরে ১৩৪ জন মা মারা যান, প্রায় ১২ লক্ষ মায়ের মধ্যে। উক্ত সচেতেনতার শিবিরে উপস্থিত ছিলেন ব্লক মেডিক্যাল অফিসার অফ হেলথ, মেডিক্যাল অফিসার, নার্স, স্বাস্থ্য কর্মী, আশা অঙ্গনওয়াড়ী কর্মী, কিশোরী, গর্ভবতী মা সহ, সিনির প্রজেক্ট কো -অডিনেটর তপন হাজরা,সিনির প্রতিনিধি মহ: জাহাঙ্গীর । সভায় মাতৃ মৃত্যুর কারণ, বাল্যবিবাহে কুফল, সহ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এর প্রচেষ্টায় জননী ও শিশু সুরক্ষা কার্যক্রম, জননী সুরক্ষা যোজনা সহ একাধিক পরিষেবা নিয়ে আলোচনা করে ব্লক স্বাস্থ্য আধিকারিক ও সিনি প্রতিনিধিগন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584