করোনার আতঙ্ক ভুলে চিনা আবির আর পিচকারিতেই মেতেছে শহর কলকাতা

0
65

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

চিনের নাম শুনলেই যেন আতঙ্কিত হয়ে পড়ছে সবাই। এই দেশ থেকেই বেরিয়ে আসা করোনা ভাইরাসই এখন কার্যত ঘুম ছুটিয়ে দিয়েছে গোটা বিশ্বের।

kolkata celebrate holi during coronavirus incidence | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

সারা বিশ্বের ৬০ টি দেশ করোনাতে আক্রান্ত, মৃত্যুর সংখ্যা প্রত্যেক দিনই আগের থেকে বেড়ে যাচ্ছে। কিন্তু কলকাতার বড়বাজারে এলে কে বলবে করোনা আতঙ্ক বলে আদৌ কিছু আছে! কার্যত করোনা আতঙ্ককে দূরে ঠেলে বাঙালি, অবাঙালি সবাই শুরু করে দিয়েছে দোলের আবির পিচকারির কেনাকাটা।

kolkata celebrate holi | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আর সেই কেনাকাটার একটা বড় অংশ জুড়ে রয়েছে চিনা আবির, চিনা রঙ আর চিনা পিচকারি। দেশি পিচকিরির থেকে যার দাম অনেকটাই কম, আর কার্যকলাপেরও নানান বাহার। ছোট থেকে বড় সবাই মজে এই সব চিনা পণ্যে।

আরও পড়ুনঃ দিব্যাঙ্গ ব্যক্তিদের মিলন মেলার শেষ দিনে জমজমাট

kolkata celebrate holi | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

প্রত্যেকবারের মত এবারে বড়বাজারে দেদার বিক্রি হচ্ছে চিনে তৈরি হাইস্পিড ওয়াটার গান। কার্যত গোটা বড়বাজার জুড়ে দাপট দেখাচ্ছে চিনে তৈরি হরেক কিসিমের রঙ, আবির, পিচকারি, বেলুন, টুপি আর মুখোশ। দামও বেশ নানা রকমের। ৩০ টাকার জিনিসও পাবেন আবার ৩০০ টাকার জিনিসও পাবেন।

শুধু বড়বাজারই বা কেন! গড়িয়াহাট, হাতিবাগান, মানিকতলা, গড়িয়া, বেহালা সব জায়গাতেই দাপিয়ে বেড়াচ্ছে চিন থেকে আসা দোল খেলার হরেক সরঞ্জাম। বসন্তোৎসবে ছুঁলে করোনা ভাইরাস সংক্রামিত হবে কি না, আবির পিচকারি ব্যবহার করলে বিপদ বাড়বে কি না, সব ভুলে দোলের রঙিন আনন্দে মেতেছে শহর কলকাতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here