খুলে যাচ্ছে মোটর ভেহিকলস দফতর, করানো যাবে লাইসেন্স থেকে রেজিস্ট্রেশন

0
141

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

লকডাউনে গণপরিবহণ বন্ধ থাকায় এবং বাসমালিকদের ভাড়া বাড়ানোর চেষ্টা দেখে বারবার এটাই ভেবেছেন সমাজের অনেক মানুষ। সম্ভব হলে যদি নিজের একটা দু’ চাকা, চার চাকা নিয়ে নেওয়া যায়। সকলের না হলেও আর্থিক সামর্থ্য ছিল অনেকেরই, কিন্তু কেনার প্রয়োজনীয়তা অনুভব করেননি।

সমীক্ষা বলছে, লকডাউনে মানুষ যেভাবে ছটফট করছেন, তাতে আপাতত মন্দা চললেও বিপুল জোয়ার আসতে চলেছে গাড়ির বাজারে। অনেকেই ব্যক্তিগত গাড়ি কেনার চেষ্টা করবেন। আর তার জন্যই সোমবার থেকে শহরে খুলতে চলেছে মোটর ভেহিকলস দফতর, যেখানে করানো যাবে লাইসেন্স থেকে রেজিস্ট্রেশন, সমস্ত কিছুই।

motor vichile department will be opening | newsfront.co
প্রতীকী চিত্র

গাড়ির রেজিস্ট্রেশন থেকে শুরু করে ঠিকানা বদল যাবতীয় কাজকর্মই হবে সেখানে। পরিবহন দফতর সূত্রে খবর, মোটর ভেহিকলস সংক্রান্ত সমস্ত পরিষেবা পেতে কাউন্টারে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।

আরও পড়ুনঃ আগামীকাল থেকে পরীক্ষামূলক ভাবে ৮ জোড়া যাত্রী স্পেশাল ট্রেন চালাবে পূর্বরেল

একই সঙ্গে গাড়ির রেজিস্ট্রেশন থেকে শুরু করে লাইসেন্স নবীকরণ, গাড়ির মালিকানা বদল, ঠিকানা বদল, ক্লিয়ারেন্স সার্টিফিকেট (সিএফ)-সহ পরিবহণ সংক্রান্ত কোনও কাজই হচ্ছিল না মোটর ভেহিকলস দফতরে। ফলে পরিবহণ ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। এবার সবটাই ধীরে ধীরে চালু হবে।

তবে এক দিনে ৫০টির বেশি গাড়ির রেজিস্ট্রেশনের জন্য স্বাস্থ্য পরীক্ষা হবে না। তবে অনলাইন পরিষেবা সম্ভব হলে সেটাই গ্রহণ করতে জোর দেওয়া হয়েছে। তাতে অনেক দ্রুত কাজ করতে পারবেন এবং পরিষেবা পাবেন মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here