নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
আবাসনের ঘরে নিজের সার্ভিস রিভলভার দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হলেন এক আরপিএফ অফিসার।শনিবার রাতে মালদহের কুমেদপুর স্টেশনের আবাসনে ঘটনাটি ঘটেছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেলে পাঠায়।মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে পরিবার ও পুলিশের মধ্যে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত আরপিএফ কর্তার নাম গুড্ডু কুমার(৩৭)।বাড়ি বিহারের পাটনা জেলার পান্ডারাক এলাকায়।পরিবারে রয়েছে স্ত্রী রুনজত দেবী ও দশ বছরের একটি কন্যা সন্তান। বর্তমানে মালদহের কুমেদপুর স্টেশনের চেক পোষ্টে কর্মরত ছিলেন,তিনি ২০১৮ সালে মালদায় আসেন।কর্মসূত্রে তিনি পরিবার নিয়ে কুমেদপুর স্টেশনের রেল আবাসনে থাকতেন।শনিবার রাতে তিনি ডিউটি করে বাড়ি ফেরেন।তারপর স্ত্রীর সাথে গল্প করে পাশের ঘরে যান।
আরও পড়ুনঃ কীটনাশক খেয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
সেই সময় ঘর থেকে বন্ধুকের আওয়াজ পেয়ে ছুটে যান স্ত্রী। রক্তাক্ত অবস্থায় স্বামীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।রবিবার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায়।তবে মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বাঁধছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584