মোতড়া ক্লাবের জমজমাট ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উৎসাহ

0
127

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

ক্রিড়া সংস্কৃতি ফিরিয়ে আনতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ গ্রহণ করেছিল কান্দির থানার অন্তর্গত মোতড়া পল্লীমাতা ক্লাব। বৃহস্পতিবার ছিল ক্রিকেট খেলার ফাইনাল টুর্নামেন্ট। ফাইনাল ক্রিকেটে খেললেন মাঝিরা কল্যানকামী ছাত্র সমাজ এবং বলরাম একাদশ।

Mohanlal Rashid
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার জাতীয় সংগীতের মাধমে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন ক্রিকেটার ডক্টর মোহনলাল রশিদ। প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্যা কদবানু বিবি এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি জাহাঙ্গীর বাদশা, সভাপতি নূরুল হক, ক্রিড়া সম্পাদক হজরত তুল্লা, এবং , মিনারুল হক, হজরত ওম্মার আরও অনেকেই।

নিজস্ব চিত্র

উল্লেখ্য, এই ক্লাবের উদ্যোগে আটটি টিমকে নিয়ে এই ক্রিকেট টুর্নামেন্টে প্রথম ক্রিড়া প্রতিযোগিতা সূচনা হয়েছিল ১৫ ই জানুয়ারি। বৃহস্পতিবার ছিল ফাইনাল টুর্নামেন্ট। ১২ ওভারের মাধ্যমে জমজমাট ফাইনাল খেলাকে ঘিরে ক্রিকেট প্রেমি থেকে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই টুর্নামেন্টে জয়ী হয়েছে বলরামপুর একাদশ এবং পরাজিত হয়েছে মাঝিরা কল্যানকামী ছাত্র সমাজ।

বিশিষ্ট সমাজসেবী ডক্টর মোহনলাল রশিদ বলেন, “এই গ্রাম খেলাধুলায় অনেক পিছিয়ে, এটাই প্রথম ক্রিকেট টুর্নামেন্ট খেলা। আমি এখানে সহযোগিতা করতে পেরে সামাজিক ভাবে খুব আনন্দিত বোধ করছি। তাছাড়া বর্তমান সময় খেলা ধুলা হারিয়ে যাচ্ছে, শরীর চর্চা কমে যাচ্ছে। সুতরাং সেই যাগাতে দাড়িয়ে এই ক্রিকেট টুর্নামেন্ট সমাজে দারুণ বার্তা দিবে আশাকরি।”

আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলা পল্লী চিকিৎসক সংযুক্ত সংগ্রাম কমিটির নতুন কমিটি গঠন ডোমকলে

ক্লাবের ক্রিড়া সম্পাদক হজরত তুল্লা বলেন, “এই ১৯৬১ সাল থেকে এই ক্লাবের উদ্যোগে ফুটবল, কাবাডি খেলার প্রতিযোগিতা হয়েছে দীর্ঘদিন ধরেই কিন্তু সাধারণ ভাবে ক্রিকেট খেলা হলেও ক্রিকেট প্রতিযোগিতা এই প্রথম। সাধারণ মানুষের উৎসাহ দেখে খুব ভালো লাগছে।” এদিনে খেলায় ম্যান অফ ম্যাচ হয়েছে বলরামপুর একাদশ টীমের ইউনুস সেখ। ম্যান অফ সিরিজ হয় মাঝিরা টীমের রাজেশ সেখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here