মেয়েরা বিয়ের পর কেন বাপ-মাকে দেখবে না? প্রশ্ন তুলবে ‘মৌ-এর বাড়ি’

0
409

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Adrija Roy
অদ্রিজা রায়

বিয়ের পর শ্বশুর বাড়িটাই নাকি মেয়েদের আসল বাড়ি। সেই জায়গার জন্যই হতে হবে নিবেদিতপ্রাণ৷ এমনই ধারণা নিয়ে আজও চলি আমরা। মেনে নিই আর মানিয়ে নিই এই অন্যায় ধারণা, অন্যায় আবদার। একে সামাজিক সমস্যা বললেও ভুল বলা হয় না।

Neel Mukherjee
নীল মুখোপাধ্যায়

ছেলেরা বিয়ের পর বাপ-মাকে ‘না দেখলে’ দোষ। আর ওদিকে মেয়েরা বিয়ের পর বাপ-মাকে ‘দেখলে’ দোষ। বলি, মেয়েদের বাপ-মা কি হেলা ছেদ্দায়, বিনে পয়সায় মেয়েকে মানুষ করে? নাকি তাদের সন্তানের খাতির যত্ন পাওয়ার অধিকার নেই? বিয়ের পর কেন মেয়েদের বাবা-মায়েরা সন্তানের যত্ন পাবে না?– এই প্রশ্ন তুলতে এবং সামাজিক ভ্রান্ত ধারণা ভাঙতে আসছে ধারাবাহিক ‘মৌ-এর বাড়ি’।

‘সুরিন্দর ফিল্মস’-এর প্রযোজনায় আসছে এই ধারাবাহিক কালারস বাংলা চ্যানেলে। মুখ্য নারী চরিত্রে দেখা যাবে অদ্রিজা রায়কে। অদ্রিজার বাবার চরিত্রে নীল মুখোপাধ্যায়, মায়ের চরিত্রে দীপান্বিতা নাথ। নায়ক রূপমের চরিত্রে অভিষেক বীর শর্মা। অভিষেক উত্তরবঙ্গের একজন জনপ্রিয় অভিনেতা।

Abhisekh Veer Sharma
অভিষেক বীর শর্মা

আরও পড়ুনঃ কথা রাখলেন শ্রীলেখা, হাজির কফি ডেটে পশুপ্রেমী শশাঙ্ক ভাবসরের সঙ্গে

অদ্রিজাকে শেষ টেলিভিশনে দেখা যায় ‘মঙ্গলচণ্ডী’ ধারাবাহিকে। এরপর ওয়েব সিরিজে ব্যস্ত হয়ে পড়েন তিনি। এবার ফের পুরনো জায়গায় কামব্যাক। ইতিমধ্যেই হাজির হয়েছে প্রোমো। অগাস্ট মাস থেকেই সম্প্রচারিত হবে ‘মৌ-এর বাড়ি’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here