মনিরুল হক, কোচবিহারঃ
পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় দিনহাটা ২ নং ব্লকের বালিকার লাঙ্গুলিয়া এলাকায়। ঘটনাস্থলেই ওই সাইকেল আরোহীর মৃত্যু হয়। ওই ঘটনার জেরে দিনহাটা-সাহেবগঞ্জ সড়কের ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে। ওই ঘটনার খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সাহেবগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। পুলিশের হস্তক্ষেপে পরে স্বাভাবিক করে দেওয়া হয়। পরে ঘটনাস্থলে ছুটে আসেন দিনহাটা এসডিপিও উমেশ জি খন্ডোয়াল সহ বিশাল পুলিশ বাহিনী। ঘাতক ট্রাকটিকে ও গাড়ির চালককে আটক করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, মৃত ওই সাইকেল আরোহীর নাম গুরুদেব দে (২৬)। তার বাড়ী উত্তর বড়শাকদলের হ্যাদারহাট এলাকায়। জানা গেছে, এদিন এক ব্যক্তি সাইকেলে করে রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় ওই একটি পণ্যবাহী ট্রাকটি তাকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গ্যাস বোঝাই ট্রাক চৌধুরী হাট থেকে দিনহাটার দিকে ফিরছিল। অপরদিকে দিনহাটা থেকে ধান বিক্রি করে বাড়ি ফিরছিল ওই সাইকেল আরোহী। সেই সময় বালিকার লাঙ্গুলিয়া এলাকায় ওই গ্যাসের গাড়িটি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই সাইকেল আরোহীর মৃত্যু হয়।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে এই পথ দুর্ঘটনার খবর পেয়ে সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে ছুটে আসে এবং মৃত দেহ উদ্ধার করে। এরপরই স্থানীয়দের তৎপরতায় গ্যাস বোঝাই ঘাতক ট্রাকটিকে আটক সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে এই দুর্ঘটনা গুরুদেব দের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584