বালুরঘাটে দুই বাম নেতার প্রয়ানে শোকের ছায়া নামলো এলাকায়

0
76

শিবশংকর চ্যাটার্জী,দক্ষিন দিনাজপুরঃ

একই দিনে দুই বামনেতার প্রয়ানে শোকের ছায়া নামলো বালুরঘাটে। বুধবার প্রয়াত হলেন বালুরঘাট পৌরসভার প্রাক্তন পৌরাধ্যক্ষ তথা আর.এস.পি নেতা দীপঙ্কর ব্যানার্জী এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা দক্ষিণ দিনাজপুর জেলার আর.এস.পি দলের প্রাক্তন সম্পাদক প্রশান্ত কুমার মজুমদার।

Mourning for death of two leftfront leaders
প্রশান্ত মজুমদার। ফাইল চিত্র

বুধবার সকালে বালুরঘাট হাসপাতালে মারা যান দীপঙ্কর ব্যানার্জী।এদিন সকালেই দীপঙ্কর ব্যানার্জীর মরদেহ বালুরঘাটের অভিযাত্রী পাড়া এলাকার বাসভবনে নিয়ে আসে তার পরিবারের সদস্যরা।এদিন দীপঙ্কর ব্যানার্জীর মরদেহে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান বালুরঘাটের মানুষরা। বালুরঘাট পৌরসভা ও দক্ষিণ দিনাজপুর প্রেস ক্লাব ছাড়াও বিভিন্ন সংস্থার সদস্যরা দীপঙ্কর ব্যানার্জী-র মরদেহে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Mourning for death of two leftfront leaders
দীপঙ্কর ব্যানার্জি। নিজস্ব চিত্র

বালুরঘাট পৌরসভার প্রাক্তন পৌরাধ্যক্ষ দীপঙ্কর ব্যানার্জীর মৃত্যুতে যখন শোকাহত শহরবাসীরা স্মৃতি রোমন্থন করছেন একে অপরের সাথে সেই সময় বালুরঘাটের প্রাক্তন সাংসদ তথা দক্ষিণ দিনাজপুর জেলার আর.এস.পি দলের প্রাক্তন জেলা সম্পাদক প্রশান্ত কুমার মজুমদার-এর প্রয়ান সংবাদে শোকের ছায়া নেমে আসে বালুরঘাটে।এদিন আনুমানিক বৈকাল ৫টা নাগাদ বালুরঘাট হাসপাতালে মারা যান প্রশান্ত কুমার মজুমদার।

আরও পড়ুনঃ প্রয়াত মতুয়া মহাসংঘের বড়মা

কিছুদিন পূর্বে তিনি সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হয়ে বালুরঘাট হাসপাতালে ভর্ত্তি ছিলেন।সুতরাং একই দিন এমন দুই ব্যক্তিত্বের প্রয়াণে শহরবাসীর হ্রদয় ভারাক্রান্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here