মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
বাঙালি দর্শকদের জন্য সুখবর। বহুদিন পর আবার অভিনয়ে ফিরছেন মৌসুমী চট্টোপাধ্যায়। তাঁকে এবার দেখা যাবে ‘হেঁশেল’ ছবিতে। ২০২১-এর ফ্রেব্রুয়ারি মাসে এই ছবির শুটিং হবে কলকাতায়। ছবির নাম বাংলায় হলেও ছবিটি কিন্তু হিন্দি। বাঙালি শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসে এক পাঞ্জাবি বউ। এরপর শাশুড়ি-বউমার মধ্যে শুরু হবে রান্নার প্রতিযোগিতা। তারপর দুজনের জীবন কোন দিকে মোড় নেয়, তা নিয়েই তৈরি ছবির গল্প।

ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্পণ রায়। পরিচালককে প্রবাসী বাঙালি বললেও ভুল হবে না। কলকাতা শহরে বড় হয়ে উঠেছেন অর্পণ। এটা ঠিক। তবে শেষ দশ বছর মুম্বইয়ে চুটিয়ে কাজ করছেন তিনি। নানা রকম কনটেন্ট আর বিজ্ঞাপন তৈরির কাজে এতদিন ব্যস্ত ছিলেন অর্পণ। এবার দেশে ফিরেই ছবি তৈরির কাজে হাত দেবেন তিনি।
আরও পড়ুনঃ ডিসেম্বরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছে ভিকি-ক্যাটরিনা!
অর্পণের কথায়, মৌসুমী চট্টোপাধ্যায় ও এই ছবির আরেক আভিনেত্রী রসিকা দুগ্গাল দু’জনেই খাদ্যরসিক। তাই এখন থেকেই নানারকমের পদ তৈরি নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন তাঁরা। দীর্ঘ সময় পর মৌসুমী চট্টোপাধ্যায়কে বড়পর্দায় ফিরতে দেখে খুশি তাঁর অনুরাগীরা। এরপর ‘কিশমিশ’ ছবির পরিচালক রাহুল বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কাজ করতে পারেন মৌসুমী। এমনটাই জানিয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584