নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কিছুদিন আগে ঘটে যাওয়া পশ্চিম মেদিনীপুরের হলদিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের কিছু ছাত্র এবং স্থানীয় পাবলিক-এর মধ্যে গন্ডগোলের জেরে সুষ্ঠ সমাধানের জন্য আন্দোলনে বসলেন স্থানীয় লোকজন।
স্থানীয় লোকজনের দাবি গুলি পোস্টারে লিখে ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে আন্দোলনে বসলেন। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে এবং স্থানীয় ছেলেমেয়েদের কলেজে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার না দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় লোকজন।
তাদের আরও দাবি গন্ডগোল সৃষ্টিকারী ছাত্রদের চিহ্নিত করে কলেজ থেকে বহিষ্কার করতে হবে, সেই সঙ্গে তাদের আরও দাবি কলেজ তৈরি করতে গিয়ে যাদের উচ্ছেদ করা হয়েছিল তাদের অবিলম্বে চাকরির ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত কর্তৃপক্ষের সুষ্ঠ সমাধান না করছেন ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584