নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মদের দোকানের লাইসেন্স বাতিলের দাবি জানিয়ে সরব হলেন আলিপুরদুয়ার ২ নং ব্লকের শামুকতলা এলাকার মহিলারা। শনিবার মদের দোকান বন্ধের দাবিতে আন্দোলনে সামিল হলেন এলাকার মহিলারা। আমরা মদ চাইনা, বিশুদ্ধ পানীয় জল চাই,চাই দূষণমুক্ত পরিবেশ এই স্লোগান তুলে মদের দোকান বন্ধের দাবিতে মিছিলে সামিল হলেন শামুকতলার কমপক্ষে পাঁচশো মহিলা।

এদিন মিছিল করে প্রসাশনের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তাঁরা।মদের দোকানের লাইসেন্স বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার হুমকি দেন তারা।
আরও পড়ুনঃ দিল্লি এইমসে আগুন
এদিকে আন্দোলনে সামিল হয় শামুকতলা পরিবেশ রক্ষা মঞ্চ,মানবিক মুখ সহ বেশ কিছু সংস্থা। আন্দোলন কারী অনিমা রায় চৌধুরি বলেন, “এলাকায় একটি মদের দোকান রয়েছে। এলাকায় মদের নেশা বাড়ছে।এর পর আরও একটি মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছে। আমরা এই লাইসেন্স বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছি। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে পথে যাব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584