নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
রনক্ষেত্রের চেহারা নিল কামাখ্যাগুড়ির শহীদ ক্ষুদিরাম কলেজ।কলেজের গন্ডগোলের রেশ ছড়িয়ে পড়ল বাইরেও।পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও মারধরের অভিযোগ তুলে পুলিশের কামাখ্যাগুড়ি আউটপোষ্টের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন অখিল ভারতীয় বিদ্যার্থি পরিষদের সদস্য সদস্যারা।
এদিন কামাক্ষাগুড়ি পুলিশ ফাঁড়ির সামনে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল বিজেপি ছাত্র সংগঠন এভিবিপি সদস্যরা।এভিবিপি আলিপুরদুয়ার জেলা সংযোজক বিশ্বজিৎ বিশ্বাস জানান,যে কামাক্ষাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে দুর্নীতি হচ্ছে ছাত্রদের থেকে ঘুষ নিয়ে ভর্তি করানো হচ্ছে এই অভিযোগ পেয়ে আমাদের সংগঠনের সদস্যরা যারা কলেজের ছাত্র তারা প্রিন্সিপাল কাছে ডেপুটেশন দিতে গেলে কামাক্ষাগুড়ি ফাঁড়ির পুলিশ ও তৃণমূল ছাত্রপরিষদ মিলে এভিবিপি ছাত্রদের মারধর করে।এতে দুজন ছাত্র মারাত্মক ভাবে আহত হয়।
আরও পড়ুনঃ স্নাতক স্তরে সাঁওতালি মাধ্যমে পঠনপাঠনের দাবিতে ডেপুটেশন
এই ঘটনার পর দুপুর আড়াইটা থেকে এভিবিপির পক্ষ থেকে কামাক্ষাগুড়ি ফাঁড়ির সামনে বারোবিশাগামী পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।পরে পুলিশ অবরোধ তুলে দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584