ভাস্কর ঘোষ, সামশেরগঞ্জ, ১ জানুয়ারিঃ- জেলাতে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের দাবিতে পথে নামল এস আই ও। সোমবার সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ডাকবাংলো মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সামশেরগঞ্জ ব্লক এস আই ও ব্লক নেতৃত্ব।
পরে সেখানে তারা মাননবন্ধন কর্মসূচী পালন করে। এদিনের মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন এস আই ও -র প্রাক্তন রাজ্য সভাপতি মসিউর রহমান সহ সামশেরগঞ্জ ব্লক নেতৃত্ব।
মসিউর রহমান বলেন,” সেই স্বাধীনতার পর থেকেই মুর্শিদাবাদ জেলাকে বঞ্চিত করে রাখা হয়েছে। জেলায় জেনারেল ডিগ্রি কলেজ, আইন, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। কিন্তু উচ্চশিক্ষার জন্য কোন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই। তাই ২০১৮ সালেই এই জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আমাদের আজকের কর্মসূচি নেওয়া হয়।”
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584