দিনহাটায় আন্দোলনে সিপিআইএমের কৃৃষক সংগঠন

0
55

মনিরুল হক,কোচবিহারঃ

Movement of cpm farmer association at dinhata
নিজস্ব চিত্র

ফের কৃষক আন্দোলনকে হাতিয়ার করে বাংলার নিজেদের জমি ফিরে পেতে মরিয়া বামপন্থীরা। কোচবিহার জেলা জুড়ে বামপন্থী কৃষক সংগঠন গুলির উদ্যোগে শুরু হয়েছে আন্দোলন। কৃষকদের বাঁচাতে অতি দ্রুত সরকারিভাবে হাটে হাটে ধান ক্রয়,ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ২২৫০ টাকা ধার্য এবং কৃষি ঋণ মুকুবের দাবিতে দিনহাটা ১ নম্বর ব্লকে ডেপুটেশন দিল সিপিআই(এম) নিয়ন্ত্রিত কৃষক সংগঠন সারাভারত কৃষক সভা।

Movement of cpm farmer association at dinhata
নিজস্ব চিত্র

শুক্রবার এই ডেপুটেশন দেওয়া হয় দিনহাটা ১ নম্বর ব্লকের বিডিওকে। এদিনের এই ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের জেলা নেতা তারাপদ বর্মন, ব্লক সম্পাদক গৌরাঙ্গ পাইন,কৃষক নেতা মনীন্দ্র চন্দ্র রায়, মিলন দাস, আবুল কালাম আজাদ, শুভ্রালোক দাস সহ আরো অনেকে।

এদিন এই ডেপুটেশন দেওয়ার আগে একটি মিছিল শহর পরিক্রমা করে। দিনহাটা ১ নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে জমায়েত হয় এবং দাবি গুলির স্বপক্ষে বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা। এরপর এক প্রতিনিধিদল বিডিও এর সঙ্গে দেখা করে তাঁর হাতে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেয়। এদিনের এই ডেপুটেশন ঘিরে যাতে কোনো অশান্তি সৃষ্টি না হয় তার জন্য ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় এলাকায়।

আরও পড়ুনঃ চন্দ্রকোনায় জনসংযোগ যাত্রা

এদিনের এই ডেপুটেশন দেওয়ার সময় সারাভারত কৃষক সভার নেতৃবৃন্দ বলেন, রাজ্য সরকার মুখে কৃষকদের কাছ থেকে ধান কেনার কথা বললেও সরকারিভাবে ধান কেনা বন্ধই রয়েছে। ফলে চরম সমস্যায় পড়েছেন গ্রামের সাধারণ কৃষক। বাজারে মাত্র ৩০০ থেকে সাড়ে ৪০০ টাকা মণ দরে ধান বিক্রি হচ্ছে। অভাবী কৃষকরা কম দামে ধান বিক্রি করে সর্বশান্ত হচ্ছেন। এর মুনাফা ভোগ করছেন মিল মালিক ও মধ্যস্বত্বভোগী ফোরেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here