বিভিন্ন দাবি নিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন বাঁচাও যৌথ সংগ্রাম কমিটির আন্দোলন

0
288

মনিরুল হক,কোচবিহারঃ

movement of north Bengal state transport committee 2
নিজস্ব চিত্র

সংস্থার চুক্তিমূলক কর্মীদের নিয়মিত করা ও সমকাজে সমবেতন দেওয়া সহ ৯ দফা দাবিতে আন্দোলনে নামল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন বাঁচাও যৌথ সংগ্রাম কমিটি।বৃহস্পতিবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয় পরিবহন ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়। পরে সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের সাথে দেখা করে দাবিপত্র তুলে দেন।

movement of north Bengal state transport committee
দাবিপত্র। নিজস্ব চিত্র

তাঁদের দাবি গুলোর মধ্যে কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়মিত করা,নিয়মিত না হওয়া পর্যন্ত সমকাজে সম বেতন দেওয়া,শুন্যপদ পূরণ,পদোন্নতি, এজেন্সি প্রথা বাতিল করে সরাসরি নিয়োগ, বরকাস্ত করা কর্মীদের পুনর্বহাল,ঠিকা শ্রমিক ও নিরাপত্তা কর্মীদের বেতন বৃদ্ধি সহ বেশ কিছু দাবী তুলে ধরা হয়েছে।

আরও পড়ুনঃ স্ত্রীকে খুনের অপরাধে যাবজ্জীবনের সাজা স্বামী ও তার প্রেমিকার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here