রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

বিপন্ন ফরাক্কা ব্যারেজ কলোনি বাঁচাতে সমস্ত রাজনৈতিক দলগুলির যৌথ মঞ্চ ফরাক্কা ব্যারেজ আবাসন রক্ষা কমিটি আন্দোলনের পথে।

মঙ্গলবার বেলা ১১টা থেকে ফরাক্কা জিএম অফিসের সামনে বিক্ষোব আবস্থানে বসলো যৌথ কমিটি।উপস্থিত ছিল তৃণমূলের ব্লক সভাপতি এজারাত আলী, সিপিএম নেতা দিলীপ মিশ্র, বিজেপি নেতা অয়ন ঘোষ এবং ফরাক্কার বিধায়ক মইনুল হক। আন্দলকারীদের দাবী মেনে ফরাক্কা ব্যারেজ জিএম ডেপুটেশন না নেওয়ায় উত্তেজনায় ছড়ায়।

আন্দলকারীরা জিএম অফিসের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। অবশেষে আড়াই ঘন্টা পর আন্দলকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয় ফরাক্কার জিএম শৈবাল ঘোষ।
আরও পড়ুনঃ রাজনৈতিক প্রতিহিংসা,পুড়ল সাবমারসিবল

এ প্রসঙ্গে আন্দলকারীদের বক্তব্য ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ যেভাবে আবাসনের ভাড়া একলাফে ১৫-২০ গুন বৃদ্ধি করেছে তা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। কোনও ভাবেই কোনও আবাসিককে উচ্ছেদ করা যাবে না।এজন্য জোরদার আন্দোলন করা হবে।সেই আন্দোলনের ঢেউ যাতে দিল্লিতে আছড়ে পড়ে তার ব্যবস্থা করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584