টোটো চালকদের আন্দোলনের পাশে খগেন

0
40

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

movement of toto driver | newsfront.co
নিজস্ব চিত্র

টোটো চালকরা গরিব মানুষ, পশ্চিমবঙ্গের রুজি রোজগার নেই,টোটো না চালালে তারা করবে কি,মালদায় তোলাবাজি চলছে,
টোটো নিয়ে সিন্ডিকেট রাজ কায়েম হয়েছে, আন্দোলনকারী টোটো চালক দের পাশে দাঁড়িয়ে বললেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মূ।

movement of toto driver | newsfront.co
পাশে থাকার আশ্বাস।নিজস্ব চিত্র

ইংরেজবাজার শহরের যানজট মোকাবিলায় কড়া পদক্ষেপ গ্রহণ করেছে মালদা জেলা প্রশাসন।গ্রামের কোন টোটো ঢুকতে দেওয়া হচ্ছে না শহরে। মালদা জেলা প্রশাসনের জারি করা এই নির্দেশিকার বিরুদ্ধে পথে নেমেছে গ্রাম গঞ্জের টোটো চালকরা। বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত করছেন টোটো চালকরা। ঠিক সেই রকমই শুক্রবারের মতো শনিবারও পুরাতন মালদার সেতু মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান টোটো চালকরা।

তারা জানান শহর থেকে তাদের বাড়ি কারো এক কিলোমিটার কারো দু’কিলোমিটার। তাই তাদের টোটো শহরে প্রবেশ করতে দিতে হবে। সুদের উপর টাকা নিয়ে তারা টোটো কিনেছেন। এরই প্রতিবাদে আজ তারা অবরোধ করে বিক্ষোভ দেখান।

এদিকে অবরোধ চলাকালীন দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু।ঠিক সেই সময় গাড়ি থেকে নেমে আন্দোলনকারী টোটো চালক দের সাথে কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ কাটমানি ফেরত চেয়ে নেতাদের নামে পোস্টার,অস্বস্তিতে তৃণমূল

আন্দোলনকারী টোটো চালক দের পাশে দাঁড়িয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। এছাড়াও তিনি কড়া ভাষায় পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন মালদায় সিন্ডিকেট রাজ চলছে।খেটে খাওয়া গরিব মানুষদের বিকল্প কিছু নেই।পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের অভাব।তাই তারা টোটো না চালালে করবে কি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here