নিজস্ব প্রতিনিধি, কোলকাতা:
রাজপথ বিক্ষোভ দেখল আবার। কয়েক দিন আগে এই একই জায়গায় টানা ৫ ঘন্টা রাস্তা অবরোধ করে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম নামে একটি সংগঠন। সল্টলেকের ময়ূখ ভবনের পার্শ্ববর্তী ডা: বি. সি. রায় মূর্তির পাদদেশে।সেটা ছিল মাদ্রাসা সার্ভিস কমিশন রক্ষার লড়াই। আজ একই জায়গায় অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভের ডাক দেয় “এস.এস.সি.বাঁচাও কমিটি”।
জমায়েত হয় প্রায় ৫০০ জন-পশ্চিম বঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে।দাবী ছিল মোট দশটি। তার মধ্যে প্রধান দাবি ছিল-পুজোর আগেই নিয়োগ চাই ৭০,০০০ শূণ্য শিক্ষক পদে SSCএর মাধ্যমে। অন্যান্য দাবির মধ্যে ছিল- UPDATE VACANCY তে নিয়োগ ,পুজোর আগে নিয়োগ ,স্বচ্ছভাবে নিয়োগ ,মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ , শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি পালন ,এস এস সি প্রার্থীদের বঞ্চনা রোধ, 5-12 অবিলম্বে নিয়োগ , message নয় website এ result, সববিষয়ের ক্যাটাগরি অনুযায়ী cut off ইত্যাদি।
দিন যত গড়ায় তত আন্দোলন জোরালো হয়। কিন্তু সন্ধ্যা নেমে এলে পুলিশ নিরাপত্তার কথা ভেবে আন্দোলনকারিদের অনুরোধ করে আন্দোলন তুলে নিতে। আন্দোলনকারিরা সংখ্যাতেও কমতে থাকে।
তারপর আন্দোলন উঠে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক অবশিষ্ট আন্দোলনকারীরা দাবি করেন পুলিশ আন্দোলনে উপস্থিত মেয়েদের নিরাপত্তা দিতে পারবেননা বলে জানায় এবং কোর্টের পারমিশন থাকা স্বত্বেও পুলিশের অসহযোগিতায় আন্দোলন উঠে যায়।
তবে বার বার এই ধরণের আন্দোলনের ফলে সরকার যথেষ্ট ভাবিত বলেই বিশিষ্টজনেদের ধারণা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584