জিএসটি প্রত্যাহারের দাবীতে আন্দোলনের পথে কাঁসা পিতল ব্যবসায়ীরা

0
260

শ্যামল রায়,নবদ্বীপঃ

নদীয়ার নবদ্বীপ ও পূর্ব বর্ধমানের দাঁইহাট সংলগ্ন মাটিয়ারীতে কাঁসা পিতল শিল্পের সাথে যুক্ত হাজার হাজার পরিবার।জিএসটি’র অতিরিক্ত কর বৃদ্ধিতে এই শিল্পে নাভিশ্বাস। তাই এই শিল্পকে বাঁচাতে ব্যবসায়ী কারিগররা আন্দোলনমুখী হয়েছেন বলে জানা গিয়েছে।
নবদ্বীপ শহরে ইতিমধ্যে কাঁসা পিতল শিল্পের উপর থেকে জিএসটি প্রত্যাহার দাবিতে সরব হয়েছেন ব্যবসায়ীরা।
বাংলার অন্যতম প্রাচীন এই ক্ষুদ্র শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য কাঁসা পিতলের উৎপাদক ও  ব্যবসায়ী সমিতি এবং নবদ্বীপ থানা কংস শিল্পী কল্যাণ সমিতির উদ্যোগে আগামী দিন আন্দোলন গড়ে উঠবে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে এই শিল্প বাঁচাতে নবদ্বীপের কাঁসা পিতলের সাথে যুক্ত কারিগররাও পথে নেমেছে এবং মিছিল সংঘটিত করেছে। নানান ধরনের মূর্তি থেকে শুরু করে বাসনপত্র এবং বিভিন্ন ধরনের উপকরন তৈরি হয় কাঁসা পিতল থেকে এমনকি পিতলের  সিংহাসন তৈরি করে প্রশংসা অর্জন করেছেন নবদ্বীপের কারিগররা।ব্যবসায়ী ও কারিগরদের অভিযোগ,পিতলের বাসন যদি পুরনো হয় তার জন্য বরাদ্দ ১৮% জিএসটি আর নতুন কলসির প্রায় ১২ শতাংশ।এই ধরনের কর বৃদ্ধি পাওয়াতে নাভিশ্বাস উঠে গিয়েছে কাঁসা পিতল শিল্পের সাথে যুক্ত মালিক এবং কারিগরদের।অস্বাভাবিক হারে জি এস টি বৃদ্ধি পাওয়াতে চরম সংকটের মুখে পড়েছেন কাঁসা-পিতল ব্যবসায় যুক্ত ব্যবসায়ীরা।নবদ্বীপে আগে যেভাবে কাঁসা পিতলের কারখানা ছিল এখন অনেকটাই নাকি বন্ধ হয়ে গিয়েছে। কারণ বংশ পরম্পরা এই শিল্পের সাথে যুক্ত মানুষ জন চরম সংকটের মুখে পড়ায় বেঁচে থাকার তাগিদে অন্যত্র কাজের তাগিদে এই শিল্প ছেড়ে চলে গেছেন।বিকল্প জীবিকার খোঁজে ভিনদেশে পাড়ি দিয়েছেন এখানকার কাঁসা পিতলের সাথে যুক্ত শ্রমিকরা।
কারণ কয়েকশো বছরের পুরনো কাঁসা পিতল শিল্পের উজ্জ্বলতা অনেকটাই বেশি,কিন্তু হলে কি হবে কাঁসা পিতল শিল্পের যে ধরনের জি এস টি চাপিয়ে দেওয়া হয়েছে তাতে এই শিল্প ক্রমে অলাভজনক হয়ে উঠছে।কাঁসা পিতল কাঁসা আবাসন উৎপাদক ব্যবসায়ী সমিতির রতন দাস জানিয়েছেন যে তারা এই ব্যবসার সাথে বহু বছর জড়িয়ে রয়েছেন কিন্তু এই শিল্পকে বাঁচাতে হলে জিএসটি ছাড় দিতেই হবে।
এর আগে ভ্যাট চালু হলেও আমরা তৎকালীন সময়ে বাম আমলের অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত সাথে আলোচনা করার ফলে ভ্যাট মুকুব করেছিলেন অর্থমন্ত্রী।এবার জি এসটি মুকুব না হওয়া পর্যন্ত আমাদের আগামী দিন আন্দোলন কর্মসূচি গ্রহণ করব বলে জানিয়ে দেওয়া হয়েছে কাঁসা পিতলের সাথে যুক্ত ব্যবসায়ীদের তরফ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here