সব পথ এসে মিলবে ‘মোমেন্টস অফ লাইফ’-এ

0
66

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি আমরা। এই সময়ে দাঁড়িয়ে দরকার একটু পজিটিভনেস। যা আমাদের বলবে- সব ভাল হবে আগামী দিনে। থাকবে না আতঙ্ক, থাকবে না জরা, থাকবে না মন্দ। সমস্যা হল, এই ইতিবাচক অনুভূতি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার মতো মানুষের বড় অভাব পৃথিবীতে। তাই বাস্তবে না হলেও ছবিতে এই ইতিবাচক অনুভূতি দিতে এগিয়ে এসেছেন পরিচালক অরিজিৎ মুখার্জি এবং তাঁর অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল।

moments of life | newsfront.co

ছবির নাম ‘মোমেন্টস অফ লাইফ’। ৫০ মিনিট সময়ের এই ছবিটি আদ্যোপান্ত ইতিবাচক অনুভূতিতে ঠাসা।
মানবজীবনে রোজকার ঘটে যাওয়া ২২-২৩ টি টুকরো টুকরো ঘটনা বা ছোট ছোট গল্প নিয়ে তৈরি হয়েছে ‘মোমেন্টস অফ লাইফ’। ভারত, বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিছু মানুষের দৈনন্দিন জীবনে ঘটে চলা বিভিন্ন ঘটনা, সমস্যা এবং তার ইতিবাচক দিক উঠে আসবে এই ছবিতে। অভিনেতারা প্রত্যেকে নিজেদের বাড়িতে বসে মোবাইলে শট দিয়েছেন। সব ঘটনা এসে মিলবে একটা গল্পে। ১২ মে অরিজিৎ অফিসিয়ালের ইউটিউব পেজ-এ মুক্তি পাওয়ার কথা এই ছবির।

আরও পড়ুনঃ লকডাউনের কলকাতা দেখাবে ‘উম্মিদ’

ছবিতে অভিনয় করেছেন সিনেমা, সিরিয়াল এবং থিয়েটার জগতের পরিচিত মুখ ছাড়াও বহু বিশেষ মানুষ। এঁদের মধ্যে কেউ অসুস্থ কেউ বা শারীরিকভাবে অক্ষম। ভারতীয় অভিনেতাদের মধ্যে রয়েছেন- সন্ধ্যা দে, সুদীপ মুখার্জি, সৈকত দাস, অনিন্দিতা সরকার, জয় মুখার্জি, পার্থসারথি দেব, অরূপ জায়গিরদার, শ্বেতা তিওয়ারি, ঐন্দ্রিলা ব্যানার্জি, ঋষি চক্রবর্তী, ডঃ অর্ণব এবং শর্মিষ্ঠা গুপ্তা, অদিতি ঘোষ, জয়ন্ত ভট্টাচার্য, মৌমিতা পাল, অন্তরা বিশ্বাস, প্রজ্ঞা পারমিতা, গুরপ্রীত, উদয় কুমার, স্বরূপা দাস, রিমা ব্যানার্জি, হৃদন চৌধুরী।

বাংলাদেশ থেকে অভিনয় করেছেন আতিক রহমান৷ মার্কিন মুলুক থেকে অভিনয় করেছেন পলি চ্যাটার্জি।ছবিটিতে কোথাও এতটুকু নেতিবাচক দিক খুঁজে পাবেন না দর্শক। আজকের এই কঠিন পরিস্থিতিতে সকলের মনে ইতিবাচকতার হাসি ফোটাতেই এই ছবি বলে জানিয়েছেন পরিচালক অরিজিৎ মুখার্জি। গল্প লিখেছেন তন্ময় দে। চিত্রনাট্য লিখেছেন মৌসুমী মুখার্জি। সম্পাদনায় অনিকেত রায়চৌধুরী। পরিচালনায় অরিজিৎ মুখার্জি। প্রযোজনায় অরিজিৎ অফিসিয়াল এবং অরিজিৎ অফিসিয়াল মিউজিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here