নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সেপ্টেম্বর মাস থেকে আনলক -ফোর প্রক্রিয়া শুরু হচ্ছে। শিথিল হয়েছে অনেক ক্ষেত্র। শুধু খুলছে না সিনেমা হল। সেই কারণে সারা ভারতের সিনেমা হল মালিক এবং ডিস্ট্রিবিউটরদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
এ রাজ্যের ডিস্ট্রিবিউটর তথা হল মালিক শতদীপ সাহা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে লেখেন, “গত কয়েক মাস ধরে কর্মীদের মাইনে দিয়েছি। কিন্তু আমারও ক্ষমতার একটা সীমা আছে। হল মালিকদের অনেক টাকা ভাবেন সকলে।
মনে হচ্ছে সিনেমা হল থেকেই শুধু করোনা ছড়ায়! হল খুললে জনগণ আসবেন এমনটা নাও হতে পারে। কিন্তু আমাদের একটা সুযোগ দেওয়া হোক। বাকিটা আমজনতার সিদ্ধান্ত।
আরও পড়ুনঃ এক্সক্লুসিভ ইন্টারভিউঃ কলকাতায় গেলেই মোটা হয়ে যাই নবনীতাকে জানালেন রাজেশ্বর
এরপর টলি প্রযোজকরা তাঁকে সমর্থন জানান। এমনকী অভিনেতা-প্রযোজক দেব কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে টুইট করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584