নাম না করে ডায়মন্ডহারবারের সভা থেকে শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

0
104

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

জেপি নাড্ডার পাল্টা জবাব দিতে বিশাল জনসভার আয়োজন করে ডায়মন্ডহারবার এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস। ডায়মন্ডহারবার কেল্লার মাঠে মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অভিষেক ব্যানার্জি। দলীয় সভা মঞ্চে আবারও দেখা গেলনা ডায়মন্ডহারবারের বিধায়ক দীপক কুমার হালদারকে।

abhishek banerjee | newsfront.co
সভামঞ্চ। নিজস্ব চিত্র

সভায় উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব, ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লা,বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক দীলিপ মন্ডল। তবে দেখা যায়নি সাতগাছিয়া বিধানসভার বিধায়ক সোনালী গুহ ও মহেশতলার বিধায়ক দুলাল দাসকে।

abhishek | newsfront.co
অভিষেক ব্যানার্জি, সাংসদ। নিজস্ব চিত্র

এদিন সভামঞ্চ থেকে নাম না করে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দুকে বেনজির আক্রমণ করলেন ডায়মন্ডহারবারের সাংসদ।তিনি বলেন, “বাংলার মানসম্মান, কৃষ্টিকে বিক্রি করে দিয়ে যারা বাংলাকে মোদির হাতে তুলে দেওয়ার কথা বলছে।

public meeting | newsfront.co
জনস্রোত। নিজস্ব চিত্র

বাংলা কী কোনও বস্তু যে যার তার হাত তুলে দিতে হবে?” পাশাপাশি বিজেপি নেতা রাকেশ সিংকে উদ্দেশ্য করে তিনি বলেন, “১৪ই মে ২০১৯ এ রাকেশ সিং মেন ভিকিটম, যে মূর্তি ভেঙেছিল তাকে নিয়ে এসেছে মিটিংয়ে। কিছু মানুষ তাতে ক্ষোভ দেখিয়েছে। আমরা চাই ক্ষোভ ইঁটের মাধ্যমে নয় ইভিইমের মাধ্যমে দিতে হবে।”

আরও পড়ুনঃ সুনীলকেও কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন কৈলাসের

২১ বছর তৃণমূলে থাকার জন্য ‘লজ্জিত’ বলে শনিবারই দাবি করেন শুভেন্দু। অধিকারী পরিবারের সন্তান দলবদল করলেও শুভেন্দুর বাবা এবং ভাই এখনও তৃণমূলের সঙ্গে যুক্ত।

সেই প্রসঙ্গ টেনেও ‘লজ্জিত’ ইস্যুতে শুভেন্দুকে বিঁধলেন অভিষেক। তাঁর দাবি, “বাবা, ভাইয়ের সঙ্গে তো এখনও এক বাড়িতেই থাকেন। লজ্জা করে না?” নারদা ইস্যু নিয়েও শুভেন্দুর বিরুদ্ধে সরব হন অভিষেক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here