সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
ভিক্টোরিয়া মেমেরিয়ালে নেতাজী জয়ন্তীর অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি।
রবিবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলির জামতলা পেট্রোল পাম্পের মাঠে এক দলীয় সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন,‘দেশের প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সরকারি সভাতে জয় শ্রী রাম ধ্বনি দিয়ে অপমান করা হয়েছে। কারণ এটি কোন ধর্মীয় বা রাজনৈতিক মঞ্চ ছিল না। সেজন্য মুখ্যমন্ত্রী বক্তৃতা না দিয়ে প্রতিবাদ করেছেন। এরাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। এরা বারে বারে বাঙালির মনিষীদের অপমান করেছেন।’
পরিবারতন্ত্র নিয়ে সংসদে বিল আনার দাবি জানিয়ে অভিষেক বলেন,‘কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়, রাজনাথ সিং, শুভেন্দু অধিকারীর পরিবারের একাধিক মানুষ রাজনীতি করেন। আমিও চাই দেশে আইন হোক পরিবারের একজনই রাজনীতি করতে পারবেন। আমি এই আইন পাশ হলেই প্রথম সমর্থন করব, এবং রাজনীতি ছেড়ে দেব।’
আরও পড়ুনঃ জয় শ্রী রামে ভীতি থাকলে রাজনীতি করা অনুচিত! তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপের
রাজ্য সরকারের প্রকল্পের সাফল্য তুলে ধরে আগামী দিনে এই জেলার ৩১টি আসন জয়লাভ করার চ্যালেঞ্জ জানান অভিষেক। সভায় ছিলেন সাংসদ শুভাশিষ চক্রবর্তী, শান্তনু সেন, মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা-সহ একাধিক বিধায়ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584