নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ভিনরাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা ফিরলে লালারস পরীক্ষার সংখ্যা বাড়ানোর দাবি তুললেন দক্ষিণ মালদহের সাংসদ আবু হাসেম খান চৌধুরি (ডালু)। মালদহের জেলা শাসকের সঙ্গে দেখা করে তিনি এই দাবি জানিয়েছেন।

যেসব পরিযায়ী শ্রমিকরা ট্রেনে আসছেন সেই শ্রমিকদের মধ্যে অনেকেই মালদহের৷ কিন্তু এই শ্রমিকদের কাছ থেকে টিকিট আদায় করছে রেল দপ্তর৷ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি ইতিমধ্যে জানিয়েছেন, এই শ্রমিকদের ট্রেনের টিকিটের টাকার ব্যবস্থা দল থেকে করা হচ্ছে৷
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিক, ছাত্রছাত্রী নিয়ে আসা সরকারি বাসগুলি স্যানিটাইজ হলো রায়গঞ্জে
তারই মধ্যে এদিন এই বিষয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরি৷ তিনি জানান, ‘এই শ্রমিকরা কবে জেলায় ফিরে আসবে তা জানা যাচ্ছে না৷ তাদের ঘরে ফেরানোর জন্য কেন্দ্রীয় সরকার বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে৷ কিন্তু এই শ্রমিকদের ট্রেন ভাড়া মকুব করা হয়নি৷’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584