নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
চলতি মাসের ৭ তারিখ মেদিনীপুরে নাম না করে সিপিএম, বিজেপি ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আজ বহরমপুরে নিজের গড়ে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করলেন বহরমপুর সাংসদ অধীর চৌধুরী।
দুয়ারে সরকার প্রকল্পকেও নিছক ভোটের আগে এক প্রচার বলে ব্যঙ্গ করেন তিনি। পাশাপাশি তৃণমূল দল ভেঙে দলের কর্মীরা যে বিজেপি দলে যোগদান করছেন তা নিয়েও এদিন কটাক্ষ করেন বহরমপুর সাংসদ।
আরও পড়ুনঃ কৃষকদের থেকে সরাসরি ধান সংগ্রহ করবে পশ্চিমবঙ্গ সরকার! আসছে নতুন প্রকল্প
আজ সকালে বহরমপুর কান্দি বাসস্ট্যান্ড বাজার সংলগ্ন এলাকায় কংগ্রেসের বাজারে বাজারে কর্মসূচিতে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
আরও পড়ুনঃ ফের মুখ্যসচিব-ডিজিকে তলব রাজ্যপালের
সভামঞ্চে জেলা নেতৃত্বদের নিয়ে ক্রমাগত বিজেপি ও তৃণমূল কে আক্রমণ করেন সাংসদ। রাজ্যের ঋণের পরিমাণ ৪ লক্ষ ২০ হাজার টাকা বলে জানান তিনি।
পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি থেকে বেকার সমস্যা সমস্ত বিষয় নিয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান অধীর বাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584