টালিগঞ্জে এবার পদ্ম হাতে বাবুল

0
82

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

খাস কলকাতা সাক্ষী থাকতে চলেছে আরও এক হেভিওয়েট লড়াইয়ের। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ কেন্দ্র থেকে গেরুয়া শিবিরের টিকিটে লড়তে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। গতকাল গভীর রাতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে।

babul supriyo | newsfront.co
ফাইল চিত্র

এই কেন্দ্রের বর্তমান বিধায়ক রাজ্যের ক্রীড়ামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ অরূপ বিশ্বাস। অন্যদিকে বামেদের তরফে টালিগঞ্জ থেকে লড়ছেন অভিনেতা দেবদূত ঘোষ। বিধানসভা ভোটে বিজেপি বাংলায় চাইছে দুশোটার বেশি আসন। লোকসভা ভোটে দক্ষিণ কলকাতা এগারোটা আসনের কেবলমাত্র রাসবিহারী আসন ছাড়া সব আসনেই এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। দুশো আসনের লক্ষ্যে তৃণমূলের কার্যত দুর্গ দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি আসন জিতে নিতে চায় বিজেপি।

আরও পড়ুনঃ দিদির খেলা আর চলবে নাঃ স্মৃতি ইরানি  

তাই দক্ষিণ কলকাতার এগারোটা আসনেই এবার জেতার লক্ষ্যেই শেষ বেলায় বাবুল সুপ্রিয়কে প্রার্থী করে একটি বার্তা দেয় বিজেপি।এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার দিন বলেছিলেন, টালিগঞ্জের প্রার্থী অরূপ বিশ্বাস,আবার দশ সেকেন্ড থেমে বলেছিলেন, টালিগঞ্জে তিনিও প্রার্থীপদে লড়তে পারেন।রাজ্যের পরবর্তী ৬ দফার নির্বাচনের প্রার্থী ঠিক করতে শনিবার দিনভর দফায় দফায় বৈঠক সেরেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

সেই বৈঠকে রাজ্য বিজেপির নির্বাচনী কোর কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। এরপর শনিবার সেই বৈঠকের পর রবিবার টালিগঞ্জ থেকে প্রার্থী হিসেবে বাবুলের নাম বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। যদিও শুধু বাবুল একা নন। রবিবার বিজেপির বিধানসভা ভোটের প্রার্থী হিসেবে সাংসদ নিশীথ প্রামাণিক, সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নাম যথাক্রমে দিনহাটা ও চুঁচড়া আসনে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি।

আরও পড়ুনঃ ভগবানপুরের সভায় কেন্দ্রীয় মন্ত্রী সাহানাওয়াজ

বাবুলের তরফেও এ বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। শনিবার দিল্লির ওই বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন। রবিবার সকালেই শহরে ফিরেছেন। তবে, প্রার্থী হওয়া নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি আসানসোলের সাংসদ।তবে, দল চাইলে প্রার্থী হতে যে তাঁর আপত্তি নেই, সেটা বাবুল সুপ্রিয় অনেক আগেই স্পষ্ট করে দিয়েছেন। সূত্রের খবর, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকেও প্রার্থী হিসেবে বাবুলের নাম ভাবা হয়েছিল।

মমতা ভবানীপুর থেকে প্রার্থী হলে, বাবুলকে হয়ত ভবানীপুর থেকেই প্রার্থী করত বিজেপি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নন্দীগ্রামে দাঁড়ানোয় সে পরিকল্পনা বাতিল করা হয়েছে। পরিবর্তে রাজ্যের আরেক হেভিওয়েট তৃণমূল নেতা তথা ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে তাঁকে দাঁড় করানোর কথা ভাবছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিজেপি সূত্রের অন্তত এমনটাই দাবি। তবে কবে বাবুল টালিগঞ্জে প্রচারে আসছেন তা জানা যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here