ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
করোনা মোকাবিলায় চিকিৎসা ব্যবস্থার উন্নতি প্রকল্পের জন্য নিজ লোকসভা কেন্দ্র ঘাটালে ১ কোটি টাকা দান করে নজির গড়লেন জনপ্রিয় অভিনেতা সাংসদ দীপক অধিকারী (দেব)।
গোটা পৃথিবীর সাথে ভারতেও এই মুহূর্তে রয়েছে লকডাউন। যার জেরে জনজীবন থমকে গেছে। শুধু তাই নয়, চারিদিকে যখন সব কিছু স্তব্ধ সেই সময় বাড়িতেও মানুষ গৃহ কর্ম ছাড়া আর ঘরে বসে থাকা ছাড়া আর কিছুই করতে পারছেন না।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য মহিষাদল প্রেস কর্নারের
তবে এই লকডাউন নিয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, “ভারতে করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে । এর থেকে বাঁচার একমাত্র উপায় লকডাউন”। আর এই লকডাউন সময়ের মাঝে চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নতি । আর তাই চিকিৎসা ব্যবস্থার উন্নতি প্রকল্পে ১ কোটি টাকা দান করলেন টলিউডের বিখ্যাত অভিনেতা সাংসদ দেব।
আরও পড়ুনঃ দুঃস্থদের চাল-ডাল-লবণ দিয়ে সহায়তা আশ্রমের
যদিও তিনি মনে করেন, “করোনা মোকাবিলার জন্য লকডাউন এর সাথে একমাত্র উন্নত চিকিৎসা ব্যবস্থায় পথ দেখাবে “।
যদিও ইতিমধ্যে ভারতের প্রথম সারির কিছু ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছেন । শুধু তাই নয় সহায়তার জন্য বেশ কিছু বলিউড তারকা ও দক্ষিণী তারকাও এগিয়ে এসেছেন এই পথে।
যদিও এরই মধ্যে প্রাক্তন ভারত ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির, ১ লক্ষ টাকা দান করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় ছড়াছড়ি ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584