সানি লিওনের বিরুদ্ধে অভিযোগ হিন্দু ধর্মের অবমাননার, ৩ দিনের মধ্যে ভিডিও সরানোর হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর

0
86

নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ

বলিউড সুন্দরী সানি লিওনের বিরুদ্ধে অভিযোগ উঠল হিন্দু ধর্মের অবমাননার। সম্প্রতি সানির নতুন মিউজিক ভিডিয়ো ‘মধুবন’ প্রকাশ পেয়েছে। আর যার জেরেই বিপাকে সানি লিওন। গানের লিরিকস ‘মধুবন মে রাধিকা নাচে’… এই ধরনের একটি গানের রিমেক ভার্সন সাথে সানির পোশাক নিয়েই আপত্তি। এই গান হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার এই অভিযোগ এনেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী ৩ দিনের মধ্যে ইউটিউব থেকে ওই ভিডিও তুলে না নিলে আইনি পদক্ষেপ নেবেন তিনি। শাকিব-তোশি নিজেদের ধর্ম নিয়ে যেমন ইচ্ছে গান তৈরি করতে পারেন। কিন্তু এ ধরনের গান আমাদের ভাবাবেগে আঘাত দেয় বলে জানিয়েছেন বিজেপির এই মন্ত্রী।

Sunny Leone

এরপর বাধ্য হয়ে গানের নির্মাতা ‘সারেগামাপা’- র তরফে জানানো হয়, ‘গানের কিছু কথা পরিবর্তন করা হবে। গানের নামও বদলে দেওয়া হবে’। এছাড়া ওই বিতর্কিত গানের বদলে নতুন গানটি সব প্ল্যাটফর্মেই আগামি তিন দিনের মধ্যেই নিয়ে হাজির করবে তারা বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৬০ সালের ‘কোহিনুর’ ছবির জনপ্রিয় ‘মধুবন মে রাধিকা নাচে রে…’ গানটি গেয়েছিলেন মহম্মদ রফি। সম্প্রতি এই গানের রিমেক ভার্সনের একটু ভিডিয়োতে দেখা গিয়েছে সানি লিওনিকে। গানটি গেয়েছেন কনিকা কাপুর ও অরিন্দম চক্রবর্তী। নাচটিতে সানি লিওনের পোশাক থেকে শুরু করে গায়কীকে নিয়ে আপত্তি নেটিজেনদের, ক্ষুব্ধ উত্তরপ্রদেশের মথুরার পুরোহিতরাও। তাদের দাবি, রাধাকে নিয়ে এমন গান হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করেছে। অভিযোগ জানিয়েছে মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী নরোত্তম মিশ্রও। রীতিমত হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অপরদিকে বৃন্দাবনের সন্ত নবল গিরি মহারাজ হুমকি দিয়ে বলেন, “সরকার যদি এই গানকে নিষিদ্ধ না করে অথবা অভিনেত্রী সানির বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা মামলা দায়ের করব।”

আরও পড়ুনঃ বড়দিনে সহিংসতা জুন্তার মায়ানমারে! শিশু মহিলা সহ নিহত ৩৫ জন

প্রসঙ্গত, মাস কয়েক আগে ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের এক মঙ্গলসূত্রের বিজ্ঞাপনের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছিল। বিতর্কের জেরে বিজ্ঞাপন তুলে নিয়ে বাধ্য হয় সব্যসাচী। সেই বিজ্ঞাপনের বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল হিন্দু ভাবাবেগে আঘাতের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here