নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
দীর্ঘদিন ধরে চা বাগানটি বন্ধ।নির্বাচনের আগে বাগান খোলার প্রতিশ্রুতি দিলেও তা বেমালুম ভুলে গেছেন সব দলের নেতারা। এমনই অভিযোগ শ্রমিকদের।
তবে শুক্রবার আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার উপস্থিতিতেও বাগান খোলার কোন প্রতিশ্রুতি না মেলায় হতাশ শ্রমিকরা। তবে সাংসদকে কাছে পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন তারা। শ্রমিকরা অবিলম্বে বাগান খোলার দাবি জানান।
এদিন জন বার্লা বলেন, “শ্রমিকদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।’ রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘বাগান খোলার কোন সদিচ্ছা নেই রাজ্য সরকারের। তৃণমুল নেতারা নিজেদের স্বার্থের জন্য চাইছে না বাগানটি খুলুক। তবে আমরা ছাড়ছি না।
আরও পড়ুনঃ বিজেপি, কংগ্রেস ছেড়ে এবার তৃণমূলে শতাধিক কর্মী
বাগান খোলার ব্যাপারে আমরা চেষ্ঠা চালিয়ে যাব।’ মুজনাই বাগান থেকে ফেরার পথে রাঙ্গালীবাজনা এম,এল,এ হাটে কিছুক্ষণ দাঁড়ালে সেখানকার স্থানীয় সাধারণ মানুষ তাকে আটকে একটি ব্রিজের দাবি জানান। এরপর সাংসদ সোজা যান ব্লকের গোপালপুর চা বাগানে।
সেখানে বিজেপির একটি নতুন ইউনিট খোলা হয়েছে। শ্রমিকদের স্বার্থে বাগান কর্তৃপক্ষের কাছে কিছু সমস্যা তুলে ধরবেন বলে জানান সাংসদ জন বার্লা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584