থানার সামনে বিক্ষোভে শামিল সাংসদ

0
132

সায়নিকা সরকার, মালদহঃ

বিজেপি কর্মী গ্রেফতারের প্রতিবাদে থানার সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়লেন সাংসদ খগেন মুর্মু। দলের এক নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ তুলে প্রতিবাদে থানার সামনে অবস্থান-বিক্ষোভে বসলেন উত্তর মালদহের সাংসদ।

Khagen Murmu | newsfront.co
নিজস্ব চিত্র

বুধবার সকালে মালদহের চাঁচল থানার সামনে ওই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাংসদের নেতৃত্বে বিজেপি নেতা-কর্মীদের বিক্ষোভের জেরে থানার মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। প্রায় দেড়ঘন্টা ধরে অবস্থান-বিক্ষোভ চলে। পরে আইসির সঙ্গে দেখা করে ঘটনার প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান সাংসদ।

ধৃত বিজেপি নেতাকে ছাড়া না হলে ও পাশাপাশি বিজেপির অভিযোগের ভিত্তিতে তৃণমূলের তিন নেতাকে গ্রেফতার করা না হলে ফের বড় রকমের আন্দোলন হবে বলে হুমকি দিয়েছেন সাংসদ। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে বলেও অভিযোগ তোলেন তিনি।

আরও পড়ুনঃ ইসলামপুর ট্রাফিক পুলিশ পাচ্ছে সাইরেনওয়ালা পাঁচটি বাইক

ঘটনার সূত্রপাত, বাড়ির পাম্পের জল রাস্তায় ফেলা নিয়ে বাড়ির মালিকের সঙ্গে বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিন ব্যক্তি। ঘটনাচক্রে ওই তিন ব্যক্তি শাসক দলের বিশেষ পদাধিকারী। বাড়িওয়ালা বিজেপি করেন। মারধরের ঘটনায় দুপক্ষই থানায় অভিযোগ করলে পুলিশ বিজেপি নেতাকে গ্রেফতার করে জামিন অযোগ্য ধারায় মামলা দিয়ে কোর্টে পাঠায়। সেই নেতার মুক্তির দাবিতেই সাংসদের এই থানা ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here