জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
সকালে চায়ের দোকানে চা খাচ্ছিল অনেকেই কিন্তু ভাবতেও পারেনি ঘাতক ডাম্পার তাদের জীবন নিয়ে চলে যাবে! মুর্শিদাবাদের খড়গ্রানে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল শুক্রবার সকালে। খড়গ্রাম থানার ভালকুন্দী গ্রামে একটি চায়ের দোকানে ঢুকে পড়ল একটি ডাস্ট বোঝাই ডাম্পার। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের, আহত হয়েছেন দুজন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। এই খবর পেয়ে দুপুরেই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান মৃতদের বাড়িতে আসেন ও পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
জানা গেছে, রামপুরহাট থেকে একটি ওভারলোড ডাম্পার শেরপুরের পথে যাচ্ছিল। এমনিতেই রাস্তার খারাপ অবস্থা তার উপরে দ্রুত গতি থাকার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে ওই ডাম্পারটি। ওই সময় চায়ের দোকানে বসে অনেকেই সকালের চা খাচ্ছিলেন। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় চার জনের।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম হেফজুল সেখ (৬২), প্রকাশ মার্জিত বয়স (৩২), উজ্জ্বল সেখ, (১৮), আলামিন সেখ বয়স (৬৫)। এরা সকলেই ভালকুন্দী গ্রামের বাসিন্দা। আহত হয় আরও দুই জন, তাদেরকে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘাতক ডাম্পারটিকেও আটক করেছে খড়গ্রাম থানার পুলিশ যদিও চালক ও খালাসি পলাতক। পথদুর্ঘটনায় জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । চারজনের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া!
আরও পড়ুনঃ কুয়োয় পড়ে যাওয়া বালিকাকে উদ্ধার করতে গিয়ে ৩০ জন পড়ে গেলেন কুয়োয়, মৃত ৩
মর্মান্তিক এই খবর পেয়ে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান মৃতের পরিবারের বাড়িতে এসে সমবেদনা জানালেন। সঙ্গে ছিলেন বিধায়ক আসিস মার্জিত তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আবুল হাসনাত সহ অনেক কর্মীবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584