দার্জিলিং বাংলার মুকুট ছিল এবং থাকবেঃ লকেট চ্যাটার্জি

0
84

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

সামনেই বিধানসভা নির্বাচন। আর তাই নির্বাচনী রণকৌশল তৈরি করতে দুদিন ধরে শিলিগুড়িতে বৈঠক করলেন বিজেপি নেতৃত্বরা। শিলিগুড়ির বিজেপি কার্যালয় জয়মনি ভবনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক অরবিন্দ মেনন,বিজেপির সর্বভারতীয় সহ সম্পাদক শিব প্রকাশ, হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জি সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।

locket chaterjee | newsfront.co
সাংবাদিক বৈঠক। নিজস্ব চিত্র

হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে, “বর্তমান রাজ্য সরকার যে ভাবে ধর্মের নামে রাজ্য জুড়ে বিভেদ সৃষ্টি করছে তা ভারতীয় জনতা পার্টি করতে পারবে না,কারণ আমরা সবাইকে একসাথে নিয়ে মিলে মিশে থাকতে ভালোবাসি।” পাহাড় ইস্যু নিয়ে তিনি বলেন যে, “দার্জিলিং বাংলার মুকুট ছিল ও থাকবে। সুতরাং পরিস্থিতি যাই হোক না কেন এই বিষয়টি কেন্দ্রীয় সরকার দেখছে ও স্বরাষ্ট্রমন্ত্রী দেখছেন।”

আরও পড়ুনঃ তৃতীয় দিনে বালুরঘাটে অস্থায়ী-অশিক্ষক কর্মীদের অনির্দিষ্ট কালের অনশন

এর পাশাপাশি তিনি আরও বলেন যে, “কখনও ভাববেন না যে বাংলাকে ভাগ করার চেষ্টা হচ্ছে। বাংলায় কিছু পরিস্থিতি খারাপের কথা বলা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি সরকার সবাইকে একসাথে নিয়ে চলে। এবং সবাইকে নিয়েই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করব।”

আরও পড়ুনঃ মেদিনীপুর শহরের বিদ্যুৎ দফতরের কার্যালয়ে বিক্ষোভ

কৃষকরা যাতে সরাসরি ফসলের দাম পায় তারজন্যই নয়া এই কৃষি বিল, বলে তিনি দাবি করেন। বিজেপি সরকার কৃষকদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে।এতদিন কৃষকরা দালালদের দ্বারা প্রতারিত হয়ে এসেছে। কৃষকরা যাতে প্রতারিত না হয় তার জন্য এই বিল বলে তিনি সাংবাদিকদের জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here