পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্রকে তুলোধোনা মহুয়ার

0
87

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্রের ভূমিকায় বিজেপিকে তুলোধোনা করলেন সাংসদ মহুয়া মৈত্র। নদীয়া থেকে সড়ক পথে শিলিগুড়ি যাওয়ার পথে ইসলামপুরে সাংবাদিকদের মুখোমুখি হন মহুয়া।

Mahua Moitra | newsfront.co
নিজস্ব চিত্র

ইসলামপুরে এসে তিনি দেখা করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ইসলামপুর পুরসভার প্রসাশক কানাইলাল আগারওয়ালর সঙ্গে। মিছিল করে মহুয়া মৈত্রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন সংগঠনের ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেন ও অন্যান্য নেতারা। জেলা কমিটির পক্ষ থেকে মহুয়া মৈত্রকে সংবর্ধনা জানানো হয়।

Minister | newsfront.co
নিজস্ব চিত্র

পরে সাংবাদিকদের মহুয়া জানান, ‘২০১৪ সালে লোকসভা নির্বাচনে গৌতম দেবের সঙ্গে তিনি প্রচারে এসেছিলেন। ইসলামপুরের মানুষদের আন্তরিকতা কখনোই ভুলতে পারেননি। তাই শিলিগুড়ি যাওয়ার পথে কিছুক্ষণের জন্য হলেও একটু এলাকার নেতাদের সঙ্গে দেখা করে যাওয়ার ইচ্ছা ছিল।’

আরও পড়ুনঃ বায়ু দূষণ থেকে বাঁচতে ১৪০টি তুলসী গাছ লাগালেন মন্ত্রী

পাশাপাশি, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এক হাত নেন তিনি। তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় কর্মরত লক্ষ লক্ষ শ্রমিক বাড়ি ফিরেছে। শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের ভুল সিদ্ধান্তের জন্য এই সমস্যা প্রকট হয়ে উঠেছে। এর জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here