নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
করোনা পরিস্থিতিতে প্রসূতি মা’দের কথা ভেবে এক দারুণ উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। নিজের টাকায় একটি এ.সি গাড়ি কিনে তা সোনারপুর হাসপাতাল কর্তৃপক্ষকে দান করলেন মিমি।
সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করার উপযোগী অত্যাধুনিক এই গাড়ি মা ও তার সন্তান এবং হবু মা ও তার বংশের আগামী প্রদীপটির খেয়াল রাখবে। প্রসূতি কিংবা মা এবং তার সদ্যোজাত যাতে করোনার কবলে না পড়ে সেই কথা মাথায় রেখেই এমন গাড়ি তিনি দিলেন সোনারপুর হাসপাতালকে।
আরও পড়ুনঃ আসন্ন বর্ষাকালের জন্য মাস্ক, মশারি, ওষুধ হাতে তুলসি বাড়িতে প্রয়াস
প্রসঙ্গত, এই সময়ে দাঁড়িয়ে সাধারণ জনগণের থেকে খানিকটা হলেও বেশি চিন্তিত রয়েছেন প্রসূতির বাড়ির সদস্যরা।হবু মা ও তার সন্তান পাছে করোনা আক্রান্ত হয়ে যায়! এই ভেবে কপালে ভাঁজ পড়ছে অনেকেরই। মূলত তাঁদের এই দুশ্চিন্তাকে সম্মান জানিয়েই মিমির এহেন উদ্যোগ তা বলাই বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584