ভুয়ো আইএএস অফিসারের দ্বারা প্রতারিত যাদবপুরের সাংসদ, গ্রেফতার অভিযুক্ত যুবক

0
110

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

মঙ্গলবার কসবার একটি ভ্যাকসিনেশন ড্রাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় অভিনেত্রী তথা যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে। তৃতীয় লিঙ্গের কিছু মানুষ, রূপান্তরকামী, বিশেষভাবে সক্ষম কিছু মানুষ ও দুঃস্থদের ভ্যাকসিনেশনের আয়োজন করা হয় সেখানে। মিমি সেখানে হাজির হন নিজে টিকা নিতে এবং সকলকে উৎসাহিত করতে।

mimi chakraborty | newsfront.co
মিমি চক্রবর্তী

সূত্রের খবর অনুযায়ী, টিকা নেওয়ার পর মিমির কাছে কোনও রেজিস্ট্রেশন নম্বর এবং সার্টিফিকেট না আসায় সন্দেহ হয় অভিনেত্রীর। এরপর তাঁর লোকেরা সেখানে পৌঁছালে বলা হয় তিনদিনের মধ্যে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। অথচ খোঁজ নিয়ে দেখা যায়, যাদের যাদের টিকাকরণ হয়েছে ওখানে তাদের নামই রেজিস্টার করা হয়নি। এরপরই পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন মিমি। কসবা এলাকা থেকে ভুয়ো IAS পরিচয় দেওয়া দেবাঞ্জন দেব নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

mp mimi chakraborty | newsfront.co
সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী

সূত্রের খবর, মিমিকে বলা হয়েছিল যে, জয়েন্ট কমিশনার অফ কলকাতা কর্পোরেশনের উদ্যোগে একটা ভ্যাকসিনেশন ড্রাইভের আয়োজন করা হয়েছে। তাই তিনি শেখানে যান। আর তারপর প্রতারিত হন। IAS সেজে ভুয়ো আইডি কার্ড ও গাড়িতে সরকারের বোর্ড লাগিয়ে প্রতারণা করে চলেছে দেবাঞ্জন দেব নামের ওই ব্যক্তি।

আরও পড়ুনঃ ‘সাবাশ মিঠু’র ক্যাপ্টেন সৃজিত মুখার্জি

কিছুদিন আগে আরও একটি ভ্যাকসিনেশন ক্যাম্প করে সে। এই ব্যক্তি নিজেকে সরকারি আধিকারিক পরিচয় দিয়ে এহেন অনৈতিক কাজটি করে চলেছে। পুরসভার জয়েন্ট কমিশনার হিসেবে নিজেকে পরিচয় দিত দেবাঞ্জন দেব। অবশেষে ঠিকানা শ্রীঘর। দেবাঞ্জনের তো গতি হল। কিন্তু কোভিশিল্ডের নাম করে অন্য কোনও প্রতিষেধক শরীরে প্রবেশ করানো হচ্ছে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন মিমি চক্রবর্তী। ঘটনার তদন্ত করছেন প্রশাসনের উচ্চপদস্থ অফিসার এ কে হেমব্রম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here