নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
অসুস্থ অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। জাল টিকা নেওয়ার পরই এই প্রতিক্রিয়া। কসবার ১০৭ নম্বর ওয়ার্ডের এক ভ্যাকসিনেশন ক্যাম্পে হাজির হয়ে টিকা নেন মিমি। দিনটা ছিল মঙ্গলবার। কিন্তু টিকা নেওয়ার পর ফোনে কোনও মেসেজ তিনি পাননি। খটকা লাগলে তিনি খোঁজখবর নিয়ে জানতে পারেন ওই টিকা ক্যাম্পটি সম্পূর্ণ জাল।

টিকা নেওয়ার পর সেদিন থেকে গতকাল অবধি তিনি সুস্থই ছিলেন। কিন্তু শনিবার ভোরবেলা থেকেই তাঁর শরীর খারাপ হতে শুরু করে। ডিহাইড্রেশন, অসহ্য পেটে ব্যথা আর লো প্রেশারে কাবু হন তিনি। সূত্রের খবর, অভিনেত্রী হাসপাতালে ভরতি হতে রাজি হননি। গলব্লাডার আর লিভারের সমস্যা রয়েছে তাঁর। এর জন্য তিনি নিয়মিত ওষুধও খান। আপাতত বাড়িতেই চিকিৎসাধীন অভিনেত্রী।
আরও পড়ুনঃ সৌরভের সঙ্গে জুটি বেঁধে ওয়েবে ডেবিউ স্বস্তিকার, আসছে তিনটি ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ
ইনস্টাগ্রামে সকলের উদ্দেশে অসুস্থ হওয়ার আগে মিমি বলেন- “আমি সুস্থই আছি। ইতিমধ্যেই ওই টিকার স্যাম্পেল পরীক্ষার জন্য চলে গিয়েছে। ওই টিকাগুলিতে কী ছিল সেটা আমরা রিপোর্ট এলে জানতে পারব। তবে ওর মধ্যে ক্ষতিকারক কোনও পদার্থ ছিল না বলেই জেনেছি। তবে হ্যাঁ, ওটা করোনা টিকা ছিল না সেটা নিশ্চিত। এবার হাতে রিপোর্ট আসার অপেক্ষা।” অভিনেত্রী-সাংসদের দ্রুত আরোগ্য কামনা করে নিউজ ফ্রন্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584