নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দৌড়লেন সাংসদ মিমি চক্রবর্তী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে নরেন্দ্রপুর থানা এলাকার জগদীপোতা কিষান মার্কেটের কাছে একটি চারচাকা গাড়ির সার্ভিসিং সেন্টারে।
জানা যায়, খবর পাওয়া মাত্র শুটিং ছেড়ে ঘটনাস্থলে ছুটে আসেন তিনি। ত্রিশটির মত গাড়ি পুড়ে গিয়েছে।
আরও পড়ুনঃ প্রয়াত অভিনেতা তাপস পাল সম্পর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা অধীরের
ঘটনাস্থলে এসেই কথা বলেন দমকল মন্ত্রী সুজিত বসু, ওয়ার্কশপের ম্যানেজার, নরেন্দ্রপুর থানার আইসি সুখময় চক্রবর্তী, দমকল কর্মী, ওয়ার্কশপের কর্মী ও এলাকার বাসিন্দাদের সাথে। প্রবল ধোঁয়ার মধ্যে যেখানে ঢোকা কার্যত দুর্বিষহ হয়ে উঠেছিল
সেখানে ঢুকে পড়েন সাংসদ। নির্বাচনে জেতার পর মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন মিমি। বিপদের খবর পেলে এইভাবেই ছুটে যাবেন তিনি। এই বিষয়ে তার একটাই কথা মানুষের জন্যই আজ তিনি মিমি চক্রবর্তী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584