শুভময় সেন,নিউজফ্রন্ট:
যেদিন রাজস্থানে বাঙালি হত্যা নিয়ে দেশ উত্তাল সেদিনই দল ও সাংসদ পদ থেকে পদত্যাগ করলেন মহারাষ্ট্রের বিজেপি সাংসদ নানা পাটোলের।
বিরোধীদের দাবিকে কার্যত মান্যতা দিয়ে এই মুহূর্তে মোদি ও ফড়ন্ বিশ সরকার কে ব্যাকফুটে ফেলে দিলেন এই বিদ্রোহী নেতা, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পাটোলে তাঁর পদত্যাগ প্রসঙ্গে গেরুয়া শিবিরকে বিশেষকরে মোদিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে। তিনি এইদিন সাংবাদিকদের বলেন “গেরুয়া শিবির কৃষকদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ তাই আগামী ১১তারিখ কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর আমেদাবাদের পদযাত্রায় অংশ নেবেন কৃষকদের জন্য তো বটেই এছাড়াও অন্যান্য গণতন্ত্র বিরোধী কার্যকলাপের জন্য কেন্দ্রবিরোধী আওয়াজ তুলবেন।”
প্রসঙ্গত মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই কৃষকদের জন্য এই সরকারের ভ্রান্তনিতীর সমালোচনা করে আসছে কংগ্রেস সহ বিরোধীরা। তাদের দাবি মতো সরকারের ভুল নীতির বলিয়ান হচ্ছে হাজার হাজার কৃষক। ব্যাঙ্ক ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যা করছেন বহু কৃষক। সরকার এইব্যাপারে একেবারেই উদাসীন বলে বিরোধিরা যে দাবি করে আসছেন পাটোলের পদত্যাগ সেই দাবিকেই উসকে দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত মোদি ম্যাজিকে মজে কংগ্রেস দল ছেড়েছিলেন নানা পাটোলে। তাঁর ঘর ওয়াপসীর খবরে স্বাভাবিকভাবেই উল্লসিত তার একসময়ের সহকর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584