নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
নায়িকা-সাংসদ নুসরত মা হতে চলেছেন। এই খবরে ফুটছে সোশ্যাল মিডিয়া। যেন উৎসব লেগেছে। পারলে মুখে ভাতও দিয়ে দেয়। কিন্তু এই নিয়ে টুঁ শব্দটি করেননি নুসরত স্বয়ং৷ তবে, তিনি যা বলেছেন তাতে একপ্রকার আকাশ থেকে পড়ার জোগাড় তাঁর ফ্যান ফলোয়ারদের। তিনি লিখেছেন- ‘‘নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি। বিয়ে নয়। ফলে বিবাহবিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’’
অথচ, নুসরত নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন বলে দাবি করলেও সরকারি নথিতে তিনি বিবাহিতা এবং তাঁর স্বামীর নাম নিখিল জৈন। লোকসভার ওয়েবসাইটে পশ্চিমবঙ্গ থেকে জয়ী তৃণমূল সাংসদদের তালিকায় নুসরতের নাম খুঁজলেই বেরিয়ে আসে তাঁর পরিচয়। সেখানে স্পষ্ট লেখা রয়েছে নুসরত বিবাহিত। এবং ২০১৯ সালের ১৯ জুন তিনি বিয়ে করেছেন নিখিল জৈনকে।
আরও পড়ুনঃ কেমন কাটছে শুট ফ্রম হোম জার্নি?
প্রসঙ্গত, খুব কম অতিথি সমাগমেই তুরস্কে বিয়ে সারেন নুসরত ও নিখিল। সূত্রের খবর অনুযায়ী, সেই প্রসঙ্গে নুসরত জানিয়েছেন, তুরস্কের বিবাহ আইন অনুসারে ওই অনুষ্ঠান নাকি অবৈধ। এবং হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। তাঁদের বিয়ের ক্ষেত্রে তা মানা হয়নি। ফলত, এটা বিয়েই নয়। বুধবার এমনই সব যুক্তি সামনে এনেছেন তিনি। তাঁর দাবি অনুযায়ী, যে বিয়ে আইনত সিদ্ধ নয়, তার জন্য বিবাহ বিচ্ছেদের প্রয়োজন নেই। এখন প্রশ্ন হল, সংসদকে তিনি বিবাহিত হিসেবে পরিচয় দিয়েছেন কেন?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584