শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
বালুরঘাট লোকসভার সাংসদ নির্বাচিত হয়েই বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ উদ্যোগী হয়েছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার।এর আগে তিনি মাননীয় রেল মন্ত্রী পীয়ুস গোয়েল এবং রেলবোর্ডের চেয়ারম্যানের নিকট বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলার রেলের উন্নতিতে বিভিন্ন দাবি রেখেছেন।
এবার তিনি বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের রেলের উন্নয়নের দাবি নিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের জিএম এবং বিভিন্ন রেলের আধিকারিকদের সাথে দেখা করলেন কাটিহারে।
আরও পড়ুনঃ সাংসদদের উপস্থিতিতে রেলের উচ্চপর্যায়ের বৈঠক আলিপুরদুয়ারে
এই বিষয়ে সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “এর আগে আমরা মাননীয় রেল মন্ত্রী পীয়ুস গোয়েল এবং রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে বালুরঘাট রেল স্টেশন তৎসহ রেল চলাচলের যে সমস্যা গুলির কথা জানিয়েছিলাম সেগুলিই জিএম এবং অন্যান্য আধিকারিকের কাছে তুলে ধরলাম।
সে দাবী গুলির মধ্যে যেগুলি পালন করা সম্ভব সেগুলি তারা দেখবেন বলে জানিয়েছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584